স্টেনিয়ান অধিযুগ
Stenian
period
মেসোপ্রোটারোজোয়িক যুগ-এর
তৃতীয়
এবং শেষ
অধিযুগ যুগ। ১২০ কোটি থেকে ১০০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
গ্রিক stenos শব্দের অর্থ হলো —সংক্ষিপ্ত বা সরু। এর বাংলা হতে পারে 'সংক্ষিপ্ত অধিযুগ'। এই অধিযুগের স্থায়ীত্বকাল বেশ অল্প সময় ছিল বলে, এর এইরূপ নামকরণ করা হয়েছে। এই অধিযুগে নানা ধরনের অধঃক্ষেপ ও আগ্নেয় উপাদান দিয়ে তৈরি হয়েছিল নানা ধরনের শিলা । পরে এই শিলা ও অন্যান্য উপাদানের সমন্বয়ে ভূস্তর তৈরি হয়েছিল।
১২০-১১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: এই
সময়ে নেনা, উর এবং আরও কিছু স্থলভাগ যুক্ত হয়ে সৃষ্টি হয় রোডিনা
মহা-মহাদেশ সৃষ্টি হয়। এই সময় সাইবেরিয়া রোডিনার অংশ
হিসেবে ছিল। এই
সময় সর্ব উত্তরে ছিল ভারত এবং অস্ট্রেলীয় পাত এবং ভারতীয় পাতের গা ঘেঁষে ছিল
মাদাগাস্কার। এর নিচে ছিল পূর্ব এন্টার্ক্টিকা। এই চারটি ভূখণ্ড মিলে
প্রাক্-গোণ্ড্ওয়ানা তৈরি হয়েছিল। এরপর বিষুবরেখা বরাবর ছিল কালাহারি, লাউরেনশিয়া
(কানাডিয়ান ঢাল-ভূখণ্ড)। বিষুব রেখার উত্তরে ছিল সাইবেরিয়া অঞ্চল। আর দক্ষিণে ছিল
কঙ্গো,
আমাজোনিয়া, পশ্চিম আফ্রিকা এবং
বাল্টিকা।
১১০-১০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: এই সময়ের ভিতরে
রোডিনা মহা-মহাদেশ ভাঙন
শুরু হয়েছিল।
এর মধ্য
দিয়ে নতুন মহাদেশের সৃষ্টির সম্ভাবনা প্রবল হয়ে উঠছিল।
জীবজগতের
ক্রমবিবর্তনের ধারা
এই সময়ের
সাগরজলে ভাসমান
ইউক্যারিয়োটা স্বক্ষেত্রের
জীবকুলের জন্য চলাচল, পরিবেশগত সঙ্কেত গ্রহণ এবং খাদ্যকে আকর্ষণ করাটা জরুরি
হয়ে পড়েছিল। এই সূত্রে এদের দেহকোষ থেকে চাবুকের মতো সরু অঙ্গ তৈরি হয়েছিল।
জীববিজ্ঞানের এদেরকে বলা হয় ফ্লাজেলাম (flagellum)।
বিজ্ঞানীরা এক্ষেত্রে
ফ্লাজেলাম-এর সংখ্যার উপর
ভিত্তি করে প্রাণিকুলকে ভাগে ভাগ করেছেন। এই ভাগ দুটি হলো-
এই প্রক্রিয়ার ভিতর দিয়ে প্রোটেরোজোয়িক কালের দ্বিতীয় যুগের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় প্রোটেরোজোয়িক কালের শেষ যুগ- নিওপ্রোটারোজোয়িক যুগ এবং যুগের প্রথম অধিযুগ টোনোয়ান।
সূত্র :
http://essayweb.net/geology/timeline/mesoproterozoic.shtml
http://en.wikipedia.org/wiki/Mesoproterozoic