স্টেনিয়ান অধিযুগ
Stenian period
মেসোপ্রোটারোজোয়িক যুগ-এর তৃতীয় এবং শেষ অধিযুগ যুগ। ১২০ কোটি থেকে ১০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।

গ্রিক stenos শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত বা সরু। এর বাংলা হতে পারে 'সংক্ষিপ্ত অধিযুগ'। এই অধিযুগের স্থায়ীত্বকাল বেশ অল্প সময় ছিল বলে, এর এইরূপ নামকরণ করা হয়েছে। এই অধিযুগে নানা ধরনের অধঃক্ষেপ ও আগ্নেয় উপাদান দিয়ে তৈরি হয়েছিল নানা ধরনের শিলা । পরে এই শিলা ও অন্যান্য উপাদানের সমন্বয়ে ভূস্তর তৈরি হয়েছিল।

জীবজগতের ক্রমবিবর্তনের ধারা
এই সময়ের
সাগরজলে ভাসমান ইউক্যারিয়োটা স্বক্ষেত্রের জীবকুলের জন্য চলাচল, পরিবেশগত সঙ্কেত গ্রহণ এবং খাদ্যকে আকর্ষণ করাটা জরুরি হয়ে পড়েছিল। এই সূত্রে এদের দেহকোষ থেকে চাবুকের মতো সরু অঙ্গ তৈরি হয়েছিল। জীববিজ্ঞানের এদেরকে বলা হয় ফ্লাজেলাম (flagellum)বিজ্ঞানীরা এক্ষেত্রে ফ্লাজেলাম-এর  সংখ্যার উপর ভিত্তি করে প্রাণিকুলকে ভাগে ভাগ করেছেন। এই ভাগ দুটি  হলো-

ই প্রক্রিয়ার ভিতর দিয়ে প্রোটেরোজোয়িক কালর দ্বিতীয় যুগের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় প্রোটেরোজোয়িক কাল শেষ যুগ- নিওপ্রোটারোজোয়িক যুগ এবং যুগের প্রথম অধিযুগ টোনোয়ান।


সূত্র :
http://essayweb.net/geology/timeline/mesoproterozoic.shtml
http://en.wikipedia.org/wiki/Mesoproterozoic