|
বাইকোন্টা
Bikonta
সমনাম:
Biciliata
Cavalier-Smith, 1993 Diaphoretickes Adl et al., 2012 Diphoda Derelle et al.,
2015
জীববিজ্ঞানের
একটি থাক বিশেষ। ১৯৯৩
খ্রিষ্টাব্দে ক্যাভালিয়ের-স্মিথ এই থাকের নামকরণ করেছিলেন।
ইউক্যারিয়েটা
জীবস্বক্ষেত্রের যে সকল জীবদেহে দুটি
ফ্লাজেলাম উদ্ভব হয়েছিল, তাদেরকে এই থাকের
অন্তর্ভুক্ত করা হয়েছিল। দুটি ফ্লাজেলামের কারণে এদের নামকরণ করা হয়েছিল বাইকোন্টা।
ক্রমবিবর্তনের ধারা
হৃয়াসিয়ান অধিযুগে (২৩০-২০০.৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
হুরোনিয়ান বরফযুগের
শেষ হয়। ২১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
আদি জীবকণিকাগুলোর একটি অংশ বিবর্তিত
হয়ে
সু-প্রাণকেন্দ্রীয় কোষ -যুক্ত
জীবে পরিণত হয়। উল্লেখ্য, বিজ্ঞানীরা এই আদি জীবকুলকে
ইউক্যারিয়েটা
জীবস্বক্ষেত্র হিসেবে অভিহিত করে থাকেন।
ক্যালিম্মিয়ান অধিযুগের (১৬০-১৪০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
শুরুর দিকে
ইউক্যারিয়েটা
জীবস্বক্ষেত্রের
নিউক্লয়াসযুক্ত জটিল কোষযুক্ত
জীবের আবির্ভাব ঘটে। এদের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল বহু ইউক্যারিয়েটিক এককোষী
প্রজাতি। এই সময়ে
সাগরজলে ভাসমান
ইউক্যারিয়েটা স্বক্ষেত্রের
জীবকুলের জন্য চলাচল, পরিবেশগত সঙ্কেত গ্রহণ এবং
খাদ্যকে আকর্ষণ করাটা জরুরি হয়ে পড়েছিল। এই সূত্রে এদের দেহে
ফ্লাজেলা তৈরির ক্ষমতা
সৃষ্টি হয়েছিল।
মূলত ফ্লাজেলা হলো এক ধরনের সূত্রাকার প্রোটোপ্লাজমীয় অঙ্গ।
ব্যাক্টেরিয়ার-সহ কিছু এককোষী জীবের দেহের কোষপ্রাচীর ভেদ করে ফ্লাজেলার উদ্ভব
হয়েছিল। বিজ্ঞানীরা এক্ষেত্রে
ফ্লাজেলা সংখ্যার উপর
ভিত্তি করে
ইউক্যারিয়োটা স্বক্ষেত্রের
জীবগুলোকে দুটি থাকে ভাগ করেছেন। এই থাক দুটি হলো-বাইকোন্টা
ও
পোডিয়াটা।
সূত্র: