আর্কিপ্লাস্টিডা
Archaeplastida

জীববিজ্ঞানের বাইকোন্টা থাকের অন্তর্গত একটি বিশেষ থাক। এরা প্রাথমিক অন্তঃসহজীবন ঘটনার মাধ্যমে সায়ানোব্যাক্টেরিয়া কে গ্রাস করে প্লাস্টিডে পরিণত করে কোষের অঙ্গাণুতে পরিণত করেছিল।

এই থাকের সকল প্রজাতি নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারতো। এই থাক থেকে পর্বর্তী সময়ে উদ্ভব হয়েছিল লোহিত শৈবাল, সবুজ শৈবাল এবং স্থলজ উদ্ভিদসমূহ। আর্কিপ্লাস্টিডা'র  আবরি্ভাব কাল ১৫৫ - ১১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
৫৫-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভুত আর্কিপ্লাস্টিডা থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল নানা ধরনের শৈবাল এবং স্থলজ উদ্ভিদ। বিজ্ঞানীরা এই থাককে টি থাকে ভাগ করেছেন। এই থাকগুলো হলো-
সূত্র: