আর্কিপ্লাস্টিডা
Archaeplastida
সমনাম:

জীববিজ্ঞানের একটি থাক বিশেষ। এই থাকের সকল প্রজাতি নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারতো। মূলত উদ্ভিদ জগতের মূলধারার সূচনা ঘটেছিল এই থাক থেকে। এই থাক থেকে পর্বর্তী সময়ে উদ্ভব হয়েছিল লোহিত শৈবাল, সবুজ শৈবাল এবং স্থলজ উদ্ভিদসমূহ। 

ক্যালিম্মিয়ান অধিযুগের (১৬০-১৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) শুরুর দিকে নিউক্লয়াসযুক্ত জটিল কোষযুক্ত জীবের আবির্ভাব ঘটে। এদের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল বহু ইউক্যারিয়েটিক এককোষী প্রজাতি। এই সময়ে সাগরজলে ভাসমান ইউক্যারিয়োটা স্বক্ষেত্রের জীবকুলের জন্য চলাচল, পরিবেশগত সঙ্কেত গ্রহণ এবং খাদ্যকে আকর্ষণ করাটা জরুরি হয়ে পড়েছিল। এই সূত্রে এদের দেহে ফ্লাজেলা তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা এক্ষেত্রে ফ্লাজেলা সংখ্যার উপর ভিত্তি করে জীবকুলকে দুটি থাকে ভাগ করেছেন। এই থাক দুটি  হলো-

ধারণা করা হয় ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই বিভাজনের ঘটনা ঘটেছিল। ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের কিছু পরে বাইকোন্টা দুটি থাকে বিভাজিত হয়ে গিয়েছিল। এই  থাক দুটি হলো- আর্কিপ্লাস্টিডা ও হাক্রোবিয়া। তবে মূল বাইকোন্টাদের একটি অংশ থেকেই গিয়েছিল। এই অংশ থেকে ৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে উদ্ভব হয়েছিল এসএআর সুপারগ্রুপ।

১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভুত আর্কিপ্লাস্টিডা থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল নানা ধরনের শৈবাল এবং স্থলজ উদ্ভিদ। বিজ্ঞানীরা এই থাককে ৫টি থাকে ভাগ করেছেন। এই থাকগুলো হলো-


সূত্র: