রোডোফাইটা
Rhodophyta আর্কিপ্লাস্টিডা থাকের অন্তর্গত একটি পর্ব। এই পর্বের শৈবালের সাধারণ নাম লোহিত শৈবাল।

প্রাচীন গ্রিক ῥόδον (rhodon), -এর অর্থ গোলাপ এবং φυτόν (phyton) শব্দের অর্থ উদ্ভিদ। এই দুটি শব্দের সমন্বয়ে এর নামকরণ করা হয়েছে Rhodophyta । এই নামকরণ করেছিলেন জার্মান উদ্ভিদবিজ্ঞানী Friedrich Wettstein । ১৮৩৬ সালে Friedrich Ruprecht প্রস্তাব করেন। ১৯০১ খ্রিষ্টাব্দে Wettstein “Rhodophyta” হিসেবে Division নাম দেন। ২০২৫ সালের সর্বাধুনিক তথ্য অনুযায়ী, একে পর্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।
 
এই প র্বের বিভাগের শৈবালগুলোকে মেরু অঞ্চলের শীতল জলভূমি ছাড়া ও অ্যান্টার্কটিকার উপকূলে এদের প্রচুর পাওয়া যায়।

সকল সাগরেই দেখা যায়। এই বিভাগের প্রজাতি সংখ্যা প্রায় ৭৫০০ - ৮৩০০ । এদের ভিতরে প্রায় ২০০ -২৫০ প্রজাতি স্বাদু পানিতে বাস করে। স্বাদু পানির শৈবালগুলোতে নীলচে ভাব থাকায়, এদেরকে অনেক সময় নীলাভ-সবুজ শৈবাল বলে মনে হয়। এদেরকে সাধারণভাবে অনেক সময় সামুদ্রিক আগাছাও বলা হয়। এশিয়া এবং অস্ট্রেলিয়ার উষ্ণ জলে এদের প্রচুর দেখা যায়।

এই শৈবালে আর-ফাইকোইরিথিন, আর-ফাইকোসায়নিন, ক্লোরোফিল এ, জ্যান্থোফিল ও ক্যারোটিন থাকার কারণে লালচে-বেগুনি বর্ণের দেখায়। অবশ্য জলের গভীরতা ও আলোর তীব্রতা অনুযায়ী ফাইকোবিলিপ্রোটিনের পরিমাণের তারতম্যে রঙের বৈচিত্র্য (লাল, গোলাপি, বাদামি বা সবুজাভ) দেখা যায়।

প্রজাতিভেদে এদের আকৃতি এককোষী থেকে জটিল বহুকোষী শাখা-প্রশাখাযুক্ত হতে পারে। প্লাস্টিড (রোডোপ্লাস্ট) সাধারণত তারা-আকৃতির বা প্লেটের মতো, থাইলাকয়েডগুলো এককভাবে থাকে (গ্রানা গঠন করে না)। এদের কোষে কোনো ফ্লাজেলা থাকে না। এছাড়া ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোওল-ও দেখা যায় না। প্রজননের ক্ষেত্রে প্রজাতিভেদ এদের ভিতরে অঙ্গজ জনন, অযৌন জনন বা যৌন জনন দেখা যায়।

রোডোফাইটার ক্রমবিকাশ:

১৫৫-০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভুত আর্কিপ্লাস্টিডা থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল নানা ধরনের শৈবাল এবং স্থলজ উদ্ভিদ। বিজ্ঞানীরা এই থাককে টি থাকে ভাগ করেছেন। এই থাকগুলো হলো-

সূত্র: