োডোফাইটা
Rhodophyta
 

জীববিজ্ঞানের একটি শৈবালের বিভাগ বিশেষ। এই বিভাগের শৈবালের সাধারণ নাম লোহিত শৈবাল। প্রাচীন গ্রিক ῥόδον (rhodon), -এর অর্থ গোলাপ এবং φυτόν (phyton) শব্দের অর্থ উদ্ভিদ। এই দুটি শব্দের সমন্বয়ে এর নামকরণ করা হয়েছে Rhodophyta। ১৯২২ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন অস্ট্রিয়ান উদ্ভিদ বিজ্ঞানী Wettstein। এই বিভাগের শৈবালগুলোকে মেরু অঞ্চলের শীতল জলভূমি ছাড়া সকল সাগরেই দেখা যায়। এই বিভাগের প্রজাতি সংখ্যা প্রায় ৭০০০। এদের ভিতরে প্রায় ২০০ প্রজাতি স্বাদু পানিতে বাস করে। স্বাদু পানির শৈবালগুলোতে নীলচে ভাব থাকায়, এদেরকে অনেক সময় নীলাভ-সবুজ শৈবাল বলে মনে হয়। এদেরকে সাধারণভাবে অনেক সময় সামুদ্রিক আগাছাও বলা হয়। এশিয়া এবং অস্ট্রেলিয়ার উষ্ণ জলে এদের প্রচুর দেখা যায়।

এই শৈবালে আর-ফাইকোইরিথিন, আর-ফাইকোসায়নিন, ক্লোরিফিল, জ্যান্থোফিল ও ক্যারোটিন থাকার কারণে লোহিত বর্ণের দেখায়। অবশ্য এদের পরিমাণগত তারতম্যের জন্য লালচে ভাবের হেরফের ঘটে। প্রজাতিভেদের এদের আকার নানারকমের হয়ে থাকে। এদের ক্রোমোটোফারের গড়ন অনেকটা থালার মতো। দৈহিক গঠনের বিচারে প্রজাতিভেদে একোষী বা বহুকোষী হয়ে থাকে। এদের কোষে কোনো ফ্লাজেলা থাকে না। এছাড়া ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোওল-ও দেখা যায় না।

প্রজননের ক্ষেত্রে প্রজাতিভেদ এদের ভিতরে অঙ্গজ জনন, অযৌন জনন বা যৌন জনন দেখা যায়।

এই বিভাগের একমাত্র উপবিভাগ হলো-
Cyanidiophytina। ২০০৬ খ্রিষ্টাব্দে এই হুয়ান সু য়ুন এবং অন্যান্য বিজ্ঞানীরা এই বিভাগকে উপপর্ব হিসেব উল্লেখ করেছেন।

রোডোফাইটার ক্রমবিকাশ:
ক্যালিম্মিয়ান অধিযুগের (১৬০-১৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) শুরুর দিকে নিউক্লয়াসযুক্ত জটিল কোষযুক্ত জীবের আবির্ভাব ঘটে। এদের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল বহু ইউক্যারিয়েটিক এককোষী প্রজাতি। এই সময়ে সাগরজলে ভাসমান ইউক্যারিয়োটা স্বক্ষেত্রের জীবকুলের জন্য চলাচল, পরিবেশগত সঙ্কেত গ্রহণ এবং খাদ্যকে আকর্ষণ করাটা জরুরি হয়ে পড়েছিল। এই সূত্রে এদের দেহে ফ্লাজেলা তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা এক্ষেত্রে ফ্লাজেলা সংখ্যার উপর ভিত্তি করে জীবকুলকে দুটি থাকে ভাগ করেছেন। এই থাক দুটি  হলো-

ধারণা করা হয় ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই বিভাজনের ঘটনা ঘটেছিল। ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের কিছু পরে বাইকোন্টা দুটি থাকে বিভাজিত হয়ে গিয়েছিল। এই  থাক দুটি হলো- আর্কিপ্লাস্টিডাহাক্রোবিয়া। তবে মূল বাইকোন্টাদের একটি অংশ থেকেই গিয়েছিল। এই অংশ থেকে ৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে উদ্ভব হয়েছিল এসএআর সুপারগ্রুপ।

১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভুত আর্কিপ্লাস্টিডা থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল নানা ধরনের শৈবাল এবং স্থলজ উদ্ভিদ। বিজ্ঞানীরা এই থাককে ৫টি থাকে ভাগ করেছেন। এই থাকগুলো হলো-

  • রোডোফাইটা বিভাগ: এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল শৈবাল পর্বের জীব।
  • গ্লায়ুকোফাইটা বিভাগ: এই বিভাগ থেকে মিষ্টি পানির অতিক্ষুদ্র শৈবালের সৃষ্টি হয়েছিল।
  • প্লান্টি রাজ্য: এই থাক থেকে উৎপন্ন হয়েছিল সবুজ শৈবাল এবং সবুজ উদ্ভিদ। এদের দেহের ফ্লাজেলা বিলুপ্ত হয়ে গিয়েছিল।
  • পিকোজোয়া পর্ব: এই পর্ব থেকে উৎপন্ন হয়েছিল ক্ষুদ্রাকার সামুদ্রিক এককোষী জীবকণিকা।
  • ক্রিপ্টিস্টা থাক: এই থাক থেকে উৎপন্ন হয়েছিল শৈবাল-সদৃশ্য এককোষী জীবকণিকা।

সূত্র: