গ্লায়ুকোফাইটা
Glaucophyta
 

জীববিজ্ঞানের  ইউক্যারিয়েটা স্বক্ষেত্রের একটি বিভাগ বিশেষ। ১৯৪৮ খ্রিষ্টাব্দে স্কুজা এর নামকরণ করেছেন।

এরা মূলত স্বাদু পানির শৈবাল।
রোডোফাইটার পাশাপাশি এই বিভাগের শৈবাল পৃথক বিভাগ হিসেবে বিভাজিত হয়ে গিয়েছিল কয়েকটি সূত্রে। প্রথমত এদের দেহকোষে ক্লোরোপ্লাস্টের উদ্ভব হয়েছিল। তাছাড়া এদের বিকাশ ঘটেছিল আদিম স্বাদু জলে। এই কারণে এদের স্বাদু জলের হ্রদ বা এই ধরনের জলাশয়ে দেখা যায়। এরা এককোষী হওয়ায় এদের আকার ছিল অতিক্ষুদ্র।

পিকোজোয়ার উদ্ভবের বিবর্তনের ধারা
১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে সুপ্রাণকেন্দ্রিক কোষ-ভিত্তিক জীবের ফ্লাজেলার উপস্থিতির বিচারে
ইউক্যারিয়েটা স্বক্ষেত্রের জীবকুল দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো- বাইকোন্টা পোডিয়াটা

বাইকোন্টা থাক থেকে ১৬০-৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল-  আর্কিপ্লাস্টিডা, হাক্রোবিয়া এবং এসএআর সুপারগ্রুপ। এদের ভিতরে ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আর্কিপ্লাস্টিডা   হাক্রোবিয়া উদ্ভব হয়েছিল। বাকি এসএআর সুপারগ্রুপের জীবকুলের আবরি্ভাব হয়েছিল ৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে।

১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আর্কিপ্লাস্টিডা থাক ৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো-


সূত্র: