ক্রিপ্টিস্টা
Cryptista
আর্কিপ্লাস্টিডা থাকের অন্তর্গত একটি থাক বিশেষ ।

এই থাকের প্রজাতিগুলো এককোষী,  এদের দুটি অসম দৈর্ঘ্যের  লেজা থাকে। প্রায়শই দুই সারি মাস্টিগোনিম (ছোট চুল) থাকে। আকার ১০–৫০ মাইক্রোমিটার। এদের পূর্ব-পুরুষরা ১৫০ কোটি খ্রিষ্টাব্দের দিকে অন্তঃসহজীবন  ঘটনার মাধ্যমে সায়ানোব্যাক্টেরিয়া কে গ্রাস করে প্লাস্টিডে পরিণত করে কোষের অঙ্গাণুতে পরিণত করেছিল। প্রাথমিক পর্যায়ে আর্কিপ্লাস্টিডা গুলো রোডোফাইটা (লাল শৈবাল) তৈরি হয়েছিল। ১৩০-১০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ক্রিপ্টিস্টার একটি ফ্ল্যাজেলাযুক্ত পূর্বপুরুষ, একটি পুরো লাল শৈবাল কোষকে গ্রাস করে। এরা লাল শৈবালের প্লাস্টিডকে হজম না করে নিজের ভিতরে বাঁচিয়ে রাখে। ফলে এদের দেহের প্লাস্টিডের চারপাশে চারটি ঝিল্লি হয়। এর ভিতরে ছিল লাল শৈবালের নিজের দুটি এবং তার চারপাশের দুটি অতিরিক্ত ঝিল্লি। ক্রিপ্টিস্টা থাকের প্রজাতিগুলোর কোষের চারটি ঝিল্লী ছিল। এদের দেহে রয়েছে- ক্লোরোফিল a ও c₂, ফাইকোইরিথ্রিন বা ফাইকোসায়ানিন। এই কারণে রঙ সাধারণত লাল, বাদামি, নীলাভ বা সবুজাভ হয় এবং আলোর কোণে রঙ বদলায়। প্লাস্টিডের ভিতরে একটি ছোট নিউক্লিওমর্ফ থাকে, যা গ্রাস করা লাল শৈবালের অবশিষ্ট নিউক্লিয়াস।

এরা সালোকসংশ্লেষী, কিন্তু অনেক প্রজাতির জীবাণু খাদ্য হিসেবে গ্রহণ করে। মিঠা পানি ও সমুদ্র উভয়ই, প্রধানত প্ল্যাঙ্কটন হিসেবে বাস করে। এদের প্রজাতির সংখ্যা প্রায় ১০০।
সূত্র: