|
ক্রিপ্টিস্টা
Cryptista
জীববিজ্ঞানের ইউক্যারিয়েটা
স্বক্ষেত্রের
একটি থাক বিশেষ।
এই থাক থেকে উৎপন্ন হয়েছিল শৈবাল-সদৃশ্য এককোষী
জীবকণিকা। পূর্বে একে হাক্রোবিয়া থাকের অন্তর্গত একটি স্বতন্ত্র থাক হিসেবে
বিবেচনা করা হতো। বর্তমানে একে
আর্কিপ্লাস্টিডা থাকের অন্তর্গত করা হয়েছে। বাইকোন্টা থাক থেকে ১৬০-৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল-
আর্কিপ্লাস্টিডা, হাক্রোবিয়া এবং এসএআর সুপারগ্রুপ। এদের ভিতরে ১৬০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
আর্কিপ্লাস্টিডা ও
হাক্রোবিয়া উদ্ভব হয়েছিল। বাকি এসএআর সুপারগ্রুপের জীবকুলের
আবরি্ভাব হয়েছিল ৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
আর্কিপ্লাস্টিডা থাক
৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো-রোডোফাইটা,
গ্লায়ুকোফাইট, প্লান্টি,
পিকোজোয়া
ও ক্রিপ্টিস্টা। ১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ক্রিপ্টিস্টা থাকের জীবকণিকাগুলো শৈবাল-সদৃশ্য এককোষী
জীবে পরিণত হয়েছিল। এই থাকটি পরে দুটি প্রধান ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ
দুটি হলো- কোর্বিহেলিয়া পর্ব এবং ক্রিপ্টোফাইটা পর্ব। সূত্র:
ক্রিপ্টিস্টা
উদ্ভবের
বিবর্তনের ধারা
১৬০
কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে সুপ্রাণকেন্দ্রিক কোষ-ভিত্তিক
জীবের ফ্লাজেলার উপস্থিতির বিচারে
ইউক্যারিয়েটা
স্বক্ষেত্রের জীবকুল দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-
বাইকোন্টা
ও
পোডিয়াটা:
এদের
ফ্লাজেলা ছিল দুটি।
পরবর্তী সময়ে বাইকোন্টাদের অনেক প্রজাতির ফ্লাজেলা বিলুপ্ত হয়ে গিয়েছিল।