পিকোজোয়া
Picozoa
 

জীববিজ্ঞানের  ইউক্যারিয়েটা স্বক্ষেত্রের একটি পর্ব বিশেষ। ২০১৩ খ্রিষ্টাব্দে সিনিভাসান, সুসেন প্রমুখ বিজ্ঞানীরা নামকরণ করেছেন। এই পর্বের জীবগুলো ক্ষুদ্রাকার সামুদ্রিক শৈবাল। এদের আকার হয়ে থাকে সর্বোচ্চ ৩ মাইক্রোমিটার। এই পর্বের প্রথম যে প্রজাতিটির সন্ধান পাওয়া গিয়েছিল, তার নাম  Picomonas judraskeda

পিকোজোয়ার উদ্ভবের বিবর্তনের ধারা
১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে সুপ্রাণকেন্দ্রিক কোষ-ভিত্তিক জীবের ফ্লাজেলার উপস্থিতির বিচারে
ইউক্যারিয়েটা স্বক্ষেত্রের জীবকুল দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো- বাইকোন্টা পোডিয়াটা

বাইকোন্টা থাক থেকে ১৬০-৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল-  আর্কিপ্লাস্টিডা, হাক্রোবিয়া এবং এসএআর সুপারগ্রুপ। এদের ভিতরে ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আর্কিপ্লাস্টিডা   হাক্রোবিয়া উদ্ভব হয়েছিল। বাকি এসএআর সুপারগ্রুপের জীবকুলের আবরি্ভাব হয়েছিল ৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে।

১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আর্কিপ্লাস্টিডা থাক ৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো-রোডোফাইটা, গ্লায়ুকোফাইট, প্লান্টি, পিকোজোয়া ক্রিপ্টিস্টা


সূত্র: