ভিরিডিপ্ল্যান্টে
Viridiplantae
আর্কিপ্লাস্টিডা থাকের অন্তর্গত একটি থাক। এই থকের সাধাতঞ নাম প্লান্টি।

ভিরিডিপ্ল্যান্ট কে বলা হয় ক্লোরোফিল এ ও বি সমৃদ্ধ সবুজ উদ্ভিদ জগতের পূর্বপুরুষ। এর স্ট্রেপ্টোফাইটা শাখা থেকে উদ্ভব হয়েছে সব স্থলচর উদ্ভিদ
  সকল স্থলজ উদ্ভিদ, সবুজ শৈবাল, ফার্ন, কোনিফার্স, সপুস্পক উদ্ভিদ ইত্যাদি ) । এই জগতে রয়েছে প্রায় ৩,২০,০০০ প্রজাতি।

এই রাজ্যের জীবসমূহে রয়েছে সু-প্রাণকেন্দ্রীয় কোষ। এরা সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজ দেহে খাদ্য প্রস্তুত করতে পারে। এদের কোষপ্রাচীর সেলুলুজ দ্বারা নির্মিত। কোষে বৃহদাকার গহ্বর থাকে। দৈহিক কার্যকর্ম চালানোর জন্য রয়েছে কলাতন্ত্র। এদের দেহের কোনো সুনির্দিষ্ট আকার থাকে না।

ল্যাটিন
viridis (ভিরিদিস) এর অর্থ হলো- সবুজ এবং plantae শব্দের অর্থ উদ্ভিদ। উভয় মিলে Viridiplantae -এর অর্থ হলো- সবুজ উদ্ভিদ। ১৯৮১ খ্রিষ্টাব্দে এই পর্বের Viridipl নামকরণের প্রস্তাব দিয়েছিলেন Thomas Cavalier-Smith। ১৯৯৩ খ্রিষ্টাব্দে ক্লোরোরোফাইটা ও স্ট্রেপ্টোফাইটা-এর জন্য এই নাম ব্যবহারকে নিশ্চিত করেছিলেন। ১৯৯৮ খ্রিষ্টাব্দে সবুজ উদ্ভিদের জন্য Viridiplantae-কে প্রমিত করেন Thomas Cavalier-Smith। ২০০৪-২০২৫ খ্রিষ্টাব্দের Adl et al., Burki et al., Ruggiero et al. এই প্রস্তাব সর্বস্বীকৃত হয়।

১৫০-১০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভুত আর্কিপ্লাস্টিডা থেকে উদ্ভব হয়েছিল ভিরিডিপ্ল্যান্টে /প্লান্টি।  ৮৫-৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ভিরিডিপ্ল্যান্টে বিভাজিত হয়ে সৃষ্টি হয়েছিল ক্লোরোফাইটা স্ট্রেপ্টোফাইটা
সূত্র: