জীববিজ্ঞানের
ভিরিডিপ্ল্যান্টে র
একটি থাক বিশেষ। ১৯৬৭
খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন জেফরে। গ্রিক (প্যাঁচানো) অর্থে এই নামটি গ্রহণ করা
হয়েছিল। ক্লোরোফাইটা, স্পিরোট্যানিয়া, ক্লোরোকাইফাইচ এবং মেসোস্টিগমাটোফাইচি
ছাড়া সকল সবুজ উদ্ভিদ এবং সবুজ শৈবালকে এই থাকের ভিতরে ধরা হয়েছে। এই থাকে
ক্লোরোফিল
এ এবং বি দুই গ্রুপে আছে।