ক্লোরোফাইটা
Chlorokybophyta

জীববিজ্ঞানের
প্লান্টি রাজ্যের একটি পর্ব বিশেষ। এটি সবুজ শৈবালের আদিম বিভাগের একটি। ধারণা করা হয় এই পর্বে প্রায় ২০০০০ প্রজাতি রয়েছে। প্রজাতিভেদে এরা জলজ, অর্ধ-বায়ব, পরাশ্রয়ী বা অন্তর্বাসী হতে পারে।

এদের কোষস্থ ক্লোরোফিল ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিডের মধ্যে থাকে। এদের কোনো কোনো প্রজাতির কোষে হেমাটোক্রোম কণিকা থাকায়, কালচে সবুজ দেখায়। এদের দেহস্থ ক্লোরোপ্লাস্টের সাথে পাইরিনয়েড জাতীয় প্রোটিন এবং সঞ্চিত খাদ্য হিসেবে স্টার্চ থাকে। এদের অধিকাংশ প্রজাতির কোষে রয়েছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। সু-প্রাণকেন্দ্রীয় কোষ-ভিত্তিক উদ্ভিদ বলে, এদের কোষস্থ প্রাণকেন্দ্র-সহ অন্যান্য অঙ্গাণু পর্দাবৃত থাকে। প্রজাতিভেদে এদের প্রজনন যৌন, অযৌন বা অঙ্গজ প্রক্রিয়ায় হয়ে থাকে। এদের দেহে ২টি বা চারটি ফ্লাজেলা থাকে।

ক্রমবিবর্তন

১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আর্কিপ্লাস্টিডা থাক ৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো-

প্লান্টি রাজ্যকে বলা হয় সবুজ উদ্ভিদের এই রাজ্য। এই রাজ্যকে বিজ্ঞানীরা নানাভাগে ভাগ করেছেন। ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই রাজ্য বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-