ক্লোরোফাইটা
Chlorokybophyta
জীববিজ্ঞানের
প্লান্টি
রাজ্যের একটি পর্ব বিশেষ। এটি সবুজ শৈবালের আদিম বিভাগের একটি।
ধারণা করা হয় এই পর্বে প্রায় ২০০০০ প্রজাতি রয়েছে। প্রজাতিভেদে এরা জলজ, অর্ধ-বায়ব,
পরাশ্রয়ী বা অন্তর্বাসী হতে পারে।
এদের কোষস্থ
ক্লোরোফিল
ক্লোরোপ্লাস্ট নামক
প্লাস্টিডের মধ্যে থাকে। এদের কোনো কোনো প্রজাতির কোষে হেমাটোক্রোম কণিকা
থাকায়, কালচে সবুজ দেখায়। এদের দেহস্থ ক্লোরোপ্লাস্টের সাথে পাইরিনয়েড জাতীয়
প্রোটিন
এবং সঞ্চিত খাদ্য হিসেবে স্টার্চ থাকে। এদের অধিকাংশ প্রজাতির কোষে রয়েছে
হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম।
সু-প্রাণকেন্দ্রীয় কোষ-ভিত্তিক উদ্ভিদ বলে, এদের কোষস্থ প্রাণকেন্দ্র-সহ
অন্যান্য অঙ্গাণু পর্দাবৃত থাকে। প্রজাতিভেদে এদের প্রজনন যৌন, অযৌন বা অঙ্গজ
প্রক্রিয়ায় হয়ে থাকে। এদের দেহে ২টি বা চারটি ফ্লাজেলা থাকে।
ক্রমবিবর্তন
১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
আর্কিপ্লাস্টিডা থাক ৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো-
- রোডোফাইটা
বিভাগ:
১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল লোহিত
শৈবাল বিভাগের জীব।
- গ্লায়ুকোফাইটা
বিভাগ:
রোডোফাইটার পাশাপাশি এই বিভাগের শৈবাল পৃথক বিভাগ হিসেবে বিভাজিত হয়ে গিয়েছিল
কয়েকটি সূত্রে। প্রথমত এদের দেহকোষে
ক্লোরোপ্লাস্টের উদ্ভব হয়েছিল। তাছাড়া
এদের বিকাশ ঘটেছিল আদিম স্বাদু জলে। এরা এককোষী হওয়ায় এদের আকার ছিল
অতিক্ষুদ্র।
-
প্লান্টি রাজ্য: এই রাজ্য থেকে উৎপন্ন হয়েছিল সবুজ শৈবাল এবং সবুজ
উদ্ভিদ।
-
পিকোজোয়া পর্ব: এই পর্ব থেকে উৎপন্ন হয়েছিল ক্ষুদ্রাকার সামুদ্রিক এককোষী
জীবকণিকা।
-
ক্রিপ্টিস্টা থাক: এই থাক থেকে উৎপন্ন হয়েছিল শৈবাল-সদৃশ্য এককোষী
জীবকণিকা।
প্লান্টি রাজ্যকে বলা হয় সবুজ উদ্ভিদের এই রাজ্য। এই রাজ্যকে
বিজ্ঞানীরা নানাভাগে ভাগ করেছেন। ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই
রাজ্য বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-
-
মেসোস্টিগমাটোফাইটা
:
১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল সবুজ
শৈবাল পৃথক প্রজাতি।
-
ক্লোরোকাইবোফাইটা:
১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল সবুজ
শৈবালের পৃথক প্রজাতি।
-
স্ট্রেপ্টোফাইটা
থাক: ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকের প্রজাতিসমূহের উদ্ভব
হয়েছিল।
চ্যারোফাইটা থাকের স্বাদু পানির সবুজ শৈবাল-সহ স্থলজ উদ্ভিদের উদ্ভব
হয়েছিল।
অনেক সময়
চ্যারোফাইটা থাককে
স্ট্রেপ্টোফাইটা থাকের সমতূল্য হিসেবে বিবেচনা করা হয়।
-
ক্লোরোফাইটা
:
১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল সবুজ
শৈবালের পৃথক প্রজাতি। পর্বর্তী সময়ে এই থাকের উদ্ভিদ নানা শ্রেণিতে
বিভাজিত হয়ে গিয়েছিল। এই শ্রেণিগুলো হলো-
Chlorodendrophyceae
Chloropicophyceae
Mamiellophyceae
Nephrophyceae
Palmophyllophyceae (Prasinophyceae s.s.)
Pedinophyceae
Picocystophyceae
Pyramimonadophyceae
UTC clade