ক্লোরোকাইবোফাইটা
Chlorokybophyta

জীববিজ্ঞানের
প্লান্টি রাজ্যের একটি বিভাগ বিশেষ। এটি সবুজ শৈবালের আদিম বিভাগের একটি। ১৯৯৯ খ্রিষ্টাব্দে এই বিভাগকে স্লুইম্যান এবং গুইহাল Chlorokybophyceae নামক শ্রেণি হিসেবে উল্লেখ করেছিলেন।

ক্রমবিবর্তন

১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আর্কিপ্লাস্টিডা থাক ৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো-

প্লান্টি রাজ্যকে বলা হয় সবুজ উদ্ভিদের এই রাজ্য। এই রাজ্যকে বিজ্ঞানীরা নানাভাগে ভাগ করেছেন। এই ভাগগুলো হলো-