মেসোস্টিগমাটোফাইটা
Chlorokybophyta
জীববিজ্ঞানের
প্লান্টি
রাজ্যের একটি বিভাগ বিশেষ। এটি সবুজ শৈবালের আদিম বিভাগের একটি।
এই বিভাগের মাত্র দুটি শৈবালের প্রজাতি পাওয়া গেছে। এই প্রজাতিটি
হলো-
-
M. grande Korshikov 1938
-
M. viride Lauterborn 1894
ক্রমবিবর্তন
১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
আর্কিপ্লাস্টিডা থাক ৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো-
- রোডোফাইটা বিভাগ: এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল শৈবাল পর্বের জীব।
- গ্লায়ায়ুকোফাইটা বিভাগ: এই বিভাগ থেকে মিষ্টি পানির অতিক্ষুদ্র শৈবালের
সৃষ্টি হয়েছিল।
- প্লান্টি রাজ্য: এই রাজ্য থেকে উৎপন্ন হয়েছিল সবুজ শৈবাল এবং সবুজ
উদ্ভিদ।
- পিকোজোয়া পর্ব: এই পর্ব থেকে উৎপন্ন হয়েছিল ক্ষুদ্রাকার সামুদ্রিক এককোষী
জীবকণিকা।
- ক্রিপ্টিস্টা থাক: এই থাক থেকে উৎপন্ন হয়েছিল শৈবাল-সদৃশ্য এককোষী
জীবকণিকা।
প্লান্টি রাজ্যকে বলা হয় সবুজ উদ্ভিদের এই রাজ্য। এই রাজ্যকে
বিজ্ঞানীরা নানাভাগে ভাগ করেছেন। এই ভাগগুলো হলো-
- মেসোস্টিগমাটোফাইটা
(Mesostigmatophyta)
- ক্লোরোকাইবোফাইটা
(Chlorokybophyta )
-
চ্যারোফাইটা
(Charophyta)
- ক্লোরোবাইন্টা
(Chlorobionta)
-
স্ট্রেপ্টোবাইন্টা
(Streptobionta)