প্লাস্টিড (জীবকোষ)
Plastides

উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অঙ্গাণু। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রাণীকোষে সাধারণত প্লাস্টিড পাওয়া যায় না। প্লাস্টিডের প্রধান কাজ হলো- খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করা এবং পরাগায়ণে সাহায্য করা। ধারণা করা হয়, আদি জীবকোষে প্লাস্টিডের আবির্ভাব ঘটেছিল 
মেসোআর্কিয়ান যুগ অধিযুগের শেষের দিকে।

গ্রিক
πλαστός; plastós: শব্দ থেকে Plastid শব্দটি গৃহীত হয়েছে। উদ্ভিদ কোষে প্লাস্টিড আবিষ্কার ও নামকরণ করেছিলেন Ernst Haeckel, but A. F. W

রঙের ভিত্তিতে প্লাস্টিডকে তিনটি ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো হলো-