ওপিস্থোকোন্টা
Opisthokonta
সমনাম: Choanozoa

সু-প্রাণকেন্দ্রীয় কোষ ভিত্তিক জীবজগতের ইউক্যারিয়েটা স্বক্ষেত্রের (Domain) একটি থাক।
গ্রিক ὀπίσθιος (opísthios পশ্চাদ্দেশ) এবং κοντός (kontós  লতানো) এই দুটি শব্দের সমন্বয়ে, ১৯৫৬ খ্রিষ্টাব্দের  আফ্রিকান বংশোদ্ভুত মার্কিন বিজ্ঞানী হের্বেরট ফাকনার কোপেল্যান্ড  (Herbert Faulkner Copeland , 1902-1968) এই থাকের নামকরণ করেন।  এই থাক থেকে উৎপন্ন হয়েছিল প্রাণী ও ছত্রাকসমূহ।

ক্রমবিবর্তনের ধারা
প্রায় ১০৩.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ওবাজোয়া থাকটির উদ্ভব হয়েছিল। যথারীতি এরা ছিল এককোষী। তবে এদের দেহে ফ্লাজেলা ছিল। ১০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ওবোজোয়া থাকের ভিতরে উল্লেখযোগ্য কিছু বিবর্তন দেখা গিয়েছিল। এই সূত্রে  ওবোজোয়া থাকটি তিনটি ধারায় বিভাজিত হয়ে গিয়েছিল। এই ধারা তিনটি হলো-


সূত্র: