|
প্যারাজোয়া
Parazoa
এর সমনাম
পরিফেরা।
অনেক সময় একে
এ্যানিমেলিয়া জীবরাজ্যের
উপরাজ্য হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। এই বিচারে
পরিফেরাকে
প্যারাজোয়া উপরাজ্যের অন্তর্গত একটি পর্ব হিসেবে বিবেচনা করা হয়।
১৮৩৮
খ্রিষ্টাব্দে বিজ্ঞানী রবার্ট এডমোন্ড গ্র্যান্ট
(Robert
Edmond Grant
১৭৯৩-১৮৭৪ খ্রিষ্টাব্দ) এবং আইরিশ বংশোদ্ভুত
চিকিৎসক রবার্ট বেন্টলি টোড (Robert
Bentley Todd
১৮০৯-১৮৬০ খ্রিষ্টাব্দ)
এই উপরাজ্যের নামকরণ করেছিলেন।
ক্রমবিবর্তনের ধারা
৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ক্রায়োজেনিয়ান বরফযুগের
শুরু হয়েছিল।
ক্রাইয়োজেনিয়ান অধিযুগে (৭২-৬৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
চোয়ানোজোয়া
থাকের প্রাণিকুল বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছিল
চোয়ানোফ্লাগেল্লাটিয়া শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহ এবং ৬৬.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে জীবরাজ্যে আবির্ভূত হয় এ্যানিমেলিয়া।
ক্রাইয়োজেনিয়ান অধিযুগটি স্থায়ী
হয়েছিল ৬৩
কোটি ৫০ লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দের
দিকে এবং
এডিয়াকারান অধিযুগ
(৬৩.৫-৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দ) অবধি বিদ্যমান ছিল। সেই তুষারাবৃত শীতল পৃথিবীর
সমুদ্রে জীবজগতে পরিবর্তনের নতুন ধারার সূচনা হয়। অস্তিত্ব রক্ষার জন্য এক কোষী
জীবজগতে বহুকোষী জীবের আবির্ভাব ঘটেছিল। এদের ভিতরে একটি শ্রেণি বহুকোষের সমন্বয়ে
আবির্ভূত হলেও এদের দেহে কলাতন্ত্রের বিকাশ ঘটেনি। এই সূত্রে সৃষ্টি হয়েছিল দুটি
উপরাজ্যের প্রাণিকুল।
এই উপরাজ্য দুটি হলো-
প্যারাজোয়া
এবং
ইউমেটাজোয়া।
সূত্র :