ক্রায়োজেনিয়ান বরফযুগ
(Cryogenian
Ice age)
পৃথিবীর দ্বিতীয় বরফযুগ।
গ্রিক
cryos
শব্দের
অর্থ ঠাণ্ডা এবং genesis
শব্দের অর্থ জন্মগ্রহণ। এই শব্দদ্বয়ের ভিত্তিতে এই বরফযুগের নামকরণ করা হয়েছিল
Cryogenian (ঠাণ্ডার
জন্মগ্রহণ)। ৮৫ কোটি বৎসর পূর্বে
এই বরফ যুগের শুরু হয়েছিল। কালবিভাজনের বিচারে
টোনিয়ান অধিযুগবলা হয়- নিওপ্রোটারোজোয়িক (Neoproterozoic)
যুগের প্রথম অধিযুগ।
এই বরফযুগটি স্থায়ী ছিল ৬৩
কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে। পরবর্তী
এডিয়াকারান অধিযুগ অবধি বিদ্যমান ছিল। এই সময়
রোডিনা মহা-মহাদেশের
সৃষ্টি হয়
তৈরি হয়েছিল।
এই বরফযুগের ভিতরে দুটি আন্ত-বরফযুগ (glaciation)-এর সূচনা হয়েছিল। এর প্রথমটির নাম স্টুর্টিয়ান আন্ত-বরফযুগ (Sturtian glaciation)। এই আন্ত-বরফযুগটি শুরু হয়েছিল ৭৫ কোটি বৎসর আগে। ৭০ কোটি বৎসর আগে এই আন্ত-বরফযুগটি শেষ হয় যায়। এরপর দ্বিতীয় আন্ত-বরফযুগটি শুরু হয়েছিল ৬৫ কোটি বৎসর আগে। বিজ্ঞানীরা এর নামকরণ করেছেন মারিনোয়ান আন্ত-বরফযুগ (Marinoan glaciation)। আন্ত-বরফযুগটি শেষ হয়েছিল ৬৩ কোটি ৫০ লক্ষ বৎসর আগে। মূলত এই আন্ত-বরফযুগের শেষে পৃথিবী আবার উষ্ণ আবহাওয়ায় ফিরে আসে।
বিজ্ঞানীরা মনে করেন যে, এই বরফযুগে সারা পৃথিবী বরফে ঢেকে গিয়েছিল। বলে পৃথিবী একটি বরফের বলে পরিণত হয়ে গিয়েছিল। এই কারণে সেই সময়ের পৃথিবীকে কখনো কখনো তুষার-গোলকীয় পৃথিবী (Snowball Earth)।
সূত্র :