ক্রাইয়োজেনিয়ান অধিযুগ
৭২-৬৩. খ্রিষ্টপূর্বাব্দ।
(Cryogenian period)
নেওপ্রোটারোজোয়িক যুগের দ্বিতীয় অধিযুগ।

Cryogenian নামটি দুটি গ্রিক শব্দ 'Cryo' (শীতল)  এবং 'Genesis' (জন্ম) শব্দ দুটি গ্রহণ করা হয়েছে। ই অধিযুগের শুরু হয়েছিল ক্রাইয়োজেনিয়ান বরফযুগ দিয়ে। এই সময়ে পৃথিবী একটি বরফের গোলকে পরিণত হয়েছিল। পৃথিবীর এই দশাকে বিবেচনা করে এরূপ নামকরণ করা হয়েছে। আগের টোনিয়ান অধিযুগের ৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ক্রায়োজেনিয়ান বরফযুগের অতি শীতল পরিবেশে
রোডিনা মহা-মহাদেশের সুস্থির দশায় ছিল। এর পর থেকে ধীরে ধীরে মহা-মহাদেশটির ভাঙন শুরু হয়। ৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই সময়ে রোডিনা মহা-মহাদেশের ভাঙন চূড়ান্ত রূপ লাভ করে। এই সময়ে ক্রায়োজেনিয়ান বরফযুগের  প্রথম অান্ত-বরফযুগ স্টুর্টিয়ান (Sturtian glaciation) শুরু হয়। এরই ভিতরে ৭২ ি ি ু হয়েছিল  দিয়ে শুরু হয়েছিল ক্রাইয়োজেনিয়ান অধিযুগ।

এই অধিযুগের পরে এসেছিল নিওপ্রোটারোজোয়িক যুগের তৃতীয় বা শেষ অধিযুগ এডিয়াকারান অধিযুগ


সূত্র :
http://essayweb.net/geology/timeline/mesoproterozoic.shtml
http://en.wikipedia.org/wiki/Neoproterozoic