টোনিয়ান অধিযুগ
(Tonian period)
১০০-৭২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।

নিওপ্রোটারোজোয়িক যুগের প্রথম অধিযুগ। এই অধিযুগের ব্যাপ্তীকাল ১০০ কোটি থেকে ৭২ কোটি পূর্বাব্দ। গ্রিক  Tonian নামটি গ্রিক Tonas শব্দ থেকে গৃহীত হয়েছে। এর অর্থ হলো- বিস্তার। এই যুগের স্থলভূমির বিস্তার ঘটেছিল, এই ধারণা থেকে এই অধিযুগের নামকরণ করা হয়েছিল টোনিয়ান। এর বাংলা নাম হতে পারে 'বিস্তার অধিযুগ'।

জীবজগতের ক্রমবিবর্তনের ধারা
এই অধিযুগের ৯৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ওপিস্থোকোণ্টা থাকটি দুটি থাকে বিভাজিত হয়ে যায়। এই থাক দুটি হলো- হোলোমাইকোটা এবং হোলোজোয়া। এই থাকের জীবকুল বিভাজিত হয়ে তৈরি সৃষ্টি হয়েছিল ইখ্‌থিয়োস্পোরিয়া, প্লুরিফোর্মিয়া এবং  ফিলোজোয়া থাকের জীবকুল।

৯৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ফিলোজোয়া থাকের জীবকুল দুটি ভাগে বিভাজিত হয়ে সৃষ্টি হয়েছিল ফিলাস্টেরিয়া এবং এ্যাপোইকোজোয়া থাকের জীবকুল।

৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ক্রায়োজেনিয়ান বরফযুগের শুরু হয়েছিল। এরই ভিতরে এ্যাপোইকোজোয়া থাকের প্রাণিকুল বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছিল চোয়ানোফ্লাগেল্লাটিয়া শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহ এবং ৬৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে জীবরাজ্যে আবির্ভূত হয়  এ্যানিমেলিয়া

৭২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ এই অধিযুগের সমাম্তি ঘটে। এরপর শুরু হয় ক্রাইয়োজেনিয়ান অধিযুগ


সূত্র :
http://essayweb.net/geology/timeline/mesoproterozoic.shtml
http://en.wikipedia.org/wiki/Neoproterozoic