টোনিয়ান অধিযুগ
(Tonian period)
১০০-৭২
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
নিওপ্রোটারোজোয়িক যুগের
প্রথম অধিযুগ।
এই অধিযুগের ব্যাপ্তীকাল ১০০ কোটি থেকে
৭২
কোটি পূর্বাব্দ।
গ্রিক
Tonian
নামটি
গ্রিক Tonas
শব্দ থেকে গৃহীত হয়েছে। এর অর্থ হলো- বিস্তার। এই যুগের স্থলভূমির বিস্তার ঘটেছিল,
এই ধারণা থেকে এই অধিযুগের নামকরণ করা হয়েছিল টোনিয়ান। এর বাংলা নাম হতে পারে
'বিস্তার অধিযুগ'।
১০০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ: উল্লেখ্য,
মেসোপ্রোটোজোয়িক
যুগের
অন্তর্গত
স্টেনিয়ান অধিযুগে—
১১০
কোটি
খ্রিষ্টপূর্বাব্দে
নতুন রোডিনা মহা-মহাদেশের
সৃষ্টি হয়েছিল। আর
১১০
কোটি
খ্রিষ্টপূর্বাব্দের
দিকে এই
রোডিনা মহা-মহাদেশ
ভাঙন শুরু হয়েছিল।
এবং এই যুগের শেষে
মহা-মহাদেশ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই মহা-মহাদেশটি প্রাথমকিভাবে তিনটি
ভাগে বিভাজিত হয়েছিল। এই ভাগ তিনটি হলো- প্রোটো লাউরাসিয়া
(Proto-Laurasia),
প্রোটো-গণ্ডোওয়ানা (Proto-Gondwana)
এবং ক্ষুদ্রাকার কঙ্গো ক্রেটন। ক্রমবিবর্তনের ধারায় প্রোটো লাউরাসিয়া দক্ষিণ
মেরুর দিকে ঘুরে যায়। পক্ষান্তরে এর উল্টোদিকে ঘুরে প্রোটো-গণ্ডোওয়ানা।
মেসোপ্রোটোজোয়িক
যুগের
অন্তর্গত
স্টেনিয়ান অধিযুগে—
প্রায় ১১০
কোটি
খ্রিষ্টপূর্বাব্দে
নতুন
রোডিনা মহা-মহাদেশের সৃষ্টি হয়েছিল।
কিন্তু ১০০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের
দিকে এই মহামহাদেশের ভাঙন শুরু হয়।
এই যুগের শেষে
রোডিনা মহা-মহাদেশ
অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই মহা-মহাদেশটি প্রাথমকিভাবে তিনটি ভাগে বিভাজিত
হয়েছিল। এই ভাগ তিনটি হলো — প্রোটো লাউরাসিয়া
(Proto-Laurasia),
প্রোটো-গণ্ডোওয়ানা
(Proto-Gondwana)
এবং ক্ষুদ্রাকার কঙ্গো ক্রেটন। প্রোটো লাউরাসিয়া দক্ষিণ মেরুর দিকে ঘুরে যায়।
পক্ষান্তরে এর উল্টোদিকে ঘুরে প্রোটো-গণ্ডোওয়ানা।
৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: ক্রায়োজেনিয়ান বরফযুগের শীতল পরিবেশে এই রোডিনা মহা-মহাদেশের সুস্থির দশায় ছিল। এর পর থেকে ধীরে ধীরে মহা-মহাদেশটির ভাঙন শুরু হয়।
৭৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: এই সময়ে রোডিনা মহা-মহাদেশের ভাঙন চূড়ান্ত রূপ লাভ করে। এই সময়ে ক্রায়োজেনিয়ান বরফযুগ প্রথম অান্ত-বরফযুগ স্টুর্টিয়ান (Sturtian glaciation) শুরু হয়।
জীবজগতের ক্রমবিবর্তনের ধারা
এই অধিযুগের ৯৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ওপিস্থোকোণ্টা থাকটি দুটি থাকে বিভাজিত হয়ে যায়। এই
থাক দুটি হলো- হোলোমাইকোটা এবং
হোলোজোয়া। এই থাকের জীবকুল বিভাজিত হয়ে
তৈরি সৃষ্টি হয়েছিল ইখ্থিয়োস্পোরিয়া, প্লুরিফোর্মিয়া এবং
ফিলোজোয়া
থাকের জীবকুল।
৯৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ফিলোজোয়া থাকের জীবকুল দুটি ভাগে বিভাজিত হয়ে
সৃষ্টি হয়েছিল ফিলাস্টেরিয়া এবং
এ্যাপোইকোজোয়া থাকের জীবকুল।
৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ক্রায়োজেনিয়ান
বরফযুগের
শুরু হয়েছিল। এরই ভিতরে
এ্যাপোইকোজোয়া
থাকের প্রাণিকুল বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছিল চোয়ানোফ্লাগেল্লাটিয়া
শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহ এবং ৬৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
জীবরাজ্যে আবির্ভূত হয়
এ্যানিমেলিয়া।
৭২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ এই অধিযুগের সমাম্তি ঘটে। এরপর শুরু হয় ক্রাইয়োজেনিয়ান অধিযুগ।
সূত্র :
http://essayweb.net/geology/timeline/mesoproterozoic.shtml
http://en.wikipedia.org/wiki/Neoproterozoic