|
ট্রেকনোথেরিয়া
Trechnotheria
স্তন্যপায়ী
প্রাণীর একটি
থাক বিশেষ।
১৯৭৫ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন
ম্যাককেনা এবং বেল
(McKenna)।
ট্রায়াসিক অধিযুগের ২২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্তন্যপায়ী
শ্রেণির
থেরিফর্ম্স্ উপশ্রেণির
প্রাণিকুল থেকে
হোলোথেরিয়া
থাকের উদ্ভব হয়েছিল।
এই থাকটি ২১.৬৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে উদ্ভব হয়েছিল ট্রেকনোথেরিয়া থাক।
উল্লেখ্য এর আদি ধারাকে কুয়েহনিয়োথেরিয়া নামে অভিহিত করা হয়ে থাকে।
ট্রেকনোথেরিয়া থাক থেকে জুরাসিক অধিযুগ ৬টি ভাগে বিভক্ত হয়েছিল। এই থাক অধস্তন যে সকল শ্রেণির স্তন্যপায়ীর আবির্ভাব হয়েছিল, সেগুলো হলো-
ইউট্রিকোনো্ডোন্টা: বর্গ বিশেষ। আবির্ভাব ১৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। বিলুপ্ত ৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
গোবিকোনোডোণ্টা: বর্গ বিশেষ। আবির্ভাব ১৮.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। বিলুপ্ত ৯.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ক্ল্যাডোথেরিয়া: থাক বিশেষ। আবির্ভাব ১৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এর সকল প্রজাতি বিলুপ্ত হয় নি।
এ্যাম্ফিলেস্টিডি: গোত্র বিশেষ। আবির্ভাব ১৬.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। বিলুপ্ত ৯.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
এ্যাম্ফিডোন্টিডি: গোত্র বিশেষ। আবির্ভাব কাল ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ক্রোনোপেরাটেস: গোত্র বিশেষ। আবির্ভাব কাল ৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। সকল প্রজাতি বিলুপ্ত হয় নি।