নেফ্রোজোয়া
Nephrozoa
প্রাণিজগতের
বিলাটেরিয়া
থাকের অন্তর্গত একটি
থাক বিশেষ। ২০০২ খ্রিষ্টাব্দে
Jondelius এর নামকরণ করেছিলেন।
ক্রমবিবর্তনের ধারা
৫৬ থেকে ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
বিলাটেরিয়া থাক
দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-
-
প্রোয়ার্টিকুলাটা
পর্ব: আবির্ভাবকাল ৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
বিলুপ্ত কাল ৫৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
নেফ্রোজোয়া থাক:
আবির্ভাবকাল ৫৫.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ক্রমবিবর্তনের
ধারায় এদের দেহে সিলোম ও স্নায়ুরজ্জুর আবির্ভাব ঘটেছিল।
৫৫.৮ থেকে ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে নেফ্রোজোয়া
থাকটি ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল।
এগুলো হলো-
-
জেনাকোয়েলোমোর্ফা
পর্ব: আবির্ভাবকাল ৫৫.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। বিলুপ্ত কাল ৫৫.৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই পর্ব থেকে উদ্ভব হয়েছিল-
জেনাটুর্বেলিডা উপপর্ব এবং একোয়েলোমোর্ফা।
-
প্রোটোস্টোমিয়া
থাক।
৫৪.১ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের কিছু পূর্বে এই থাকের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল।
-
ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্ব।
৫৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের কিছু পূর্বে এই থাকের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল।
সূত্র :