প্রোয়ার্টিকুলাটা
Proarticulata
প্রাণিজগতের
একটি
বিলাটেরিয়া
থাকের একটি একটি পর্ব বিশেষ। আর্টিকুলাটা থাকের আগের প্রাণিকুল হিসেবে এর নামকরণ
করা হয়েছে Proarticulata। ১৯৪৫ খ্রিষ্টাব্দে এই পর্বের নামকরণ করেছিলেন
অস্ট্রিয়ান বিজ্ঞানী ফেডোকিন
(Fedonkin)।
৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এর আবির্ভাব ঘটেছিল। ৫৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
দিকে এরা বিলুপ্ত হয়ে যায়। এই কারণে আধুনিককালের প্রাণীর শ্রেণিকরণে এই পর্বের
উল্লেখ করা হয় না।
এই থাকের প্রাণীদের মাথায় এ্যান্টেনা ছিল। এছাড়া পানিতে চলাচলের জন্য ছিল
লেজ। এদের শরীরের ডান ও বাম অংশকে পৃথকভাবে চিহ্নিত করা যেতো।
এদের দেহ
আর্থ্রোপোডা এবং এনেলিডা পর্বের প্রাণীর মতো খণ্ডায়ন বিন্যাসের সৃষ্টি হয়েছিল।
উল্লেখ্য এদের জীবাশ্ম পাওয়া গেছে অস্ট্রেলিয়ার
এডিয়াকারা পর্বতে।
ক্রমবিবর্তনের ধারা
বিলাটেরিয়া থাকের
প্রাণির আবির্ভাবকাল ৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ৫৬ থেকে ৫৫.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
বিলাটেরিয়া থাক থেকে ৩টি
থাক থাকে প্রাণিকুলের উদ্ভব হয়েছিল। এগুলো হলো-
জেনাকোয়েলোমোর্ফা থাক,
প্রোয়ার্টিকুলাটা
পর্ব এবং
নেফ্রোজোয়া থাক।
এদের ভিতরে
প্রোয়ার্টিকুলাটা
থাকের আদিম প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল ৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
দিকে।
৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই পর্বটি ৩টি ভাগে
বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-
- ভেন্ডিয়ামোর্ফা
শ্রেণি: আবির্ভাবকাল ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এরপর এই শ্রেণির আদিম
প্রজাতিসমূহ দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এর ভিতরে একটি হলো- ভেন্ডিডি গোত্র।
অপর ভাগটি এখনো অনির্ধারিত দশায় রয়েছে। ভেন্ডিডি গোত্র থেকে উদ্ভব হয়েছিল
ভেন্ডিয়া গণ। এই গণের উল্লেখ প্রজাতির ভিতরে রয়েছে-
- V.
rachiata Ivantsov, 2004
- V.
sokolovi Keller, 1969
- ডিপ্লেয়ুরোজোয়া
শ্রেণি: আবির্ভাবকাল ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই শ্রেণি থেকে উদ্ভব হয়েছিল
ডিকিন্সোনিডি গোত্রের প্রজাতিসমূহ। এর গণগুলো ভিতরে উল্লেখ্যযোগ্য হলো-
ডিকিন্সোনিয়া।
- সেফালোজোয়া শ্রেণি:
আবির্ভাবকাল ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই শ্রেণিটি দুটি গোত্রে বিভাজিত
হয়েছিল। এই গোত্র দুটি হলো- ইয়োগিডি ও স্প্রিগ্গিনিডি।
সূত্র :
১. বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। প্রথম খণ্ড।
২.
http://en.wikipedia.org/wiki/Eumetazoa