প্যারাহোক্সোজোয়া
ParaHoxozoa  

প্রাণিজগতের  ইউমেটাজোয়া উপরাজ্যের অন্তর্গত একটি থাক বিশেষ। আবির্ভাব কাল ৬০.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এদের দেহে কলাতন্ত্রের উদ্ভব হয়েছিল। তবে আদিম প্যারাজোয়াদের দেহের কলাতন্ত্র ছিল আংশিক। এদের দেহের কিছু কিছু কোষ কলাতন্ত্রের অন্তর্ভুক্ত হলেও অধিকাংশ কোষ মুক্তভাবে দেহের বিভিন্ন কাজ করতো।

ক্রমবিবর্তনের ধারা
টোনিয়ান অধিযুগের (১০০-৭২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ক্রাইয়োজেনিয়ান অধিযুগে  শুরু হয়েছিল। এরই ভিতরে চোয়ানোজোয়া থাকের প্রাণিকুল বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছিল চোয়ানোফ্লাগেল্লাটিয়া শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহ এবং ৬৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে জীবরাজ্যে আবির্ভূত হয় এ্যানিমেলিয়া

ক্রাইয়োজেনিয়ান অধিযুগটি স্থায়ী হয়েছিল ৬৩ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এবং এডিয়াকারান অধিযুগ (৬৩.৫-৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) অবধি বিদ্যমান ছিল। সেই তুষারাবৃত শীতল পৃথিবীর সমুদ্রে জীবজগতে পরিবর্তনের নতুন ধারার সূচনা হয়। অস্তিত্ব রক্ষার জন্য এক কোষী জীবজগতে বহুকোষী জীবের আবির্ভাব ঘটেছিল। এদের ভিতরে একটি শ্রেণি বহুকোষের সমন্বয়ে আবির্ভূত হলেও এদের দেহে কলাতন্ত্রের বিকাশ ঘটেনি।

এই সূত্রে
ধারণা করা হয়, প্রায় ৬৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে বহুকোষী প্রাণী দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো- পরিফেরা এবং ইউমেটাজোয়া

৬০.৫২ কোটি থেকে ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ইউমেটাজোয়া উপরাজ্য ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ টি হলো- প্যারাহোক্সোজোয়া থাক, ট্রাইলোবোজোয়া পর্ব এবং টিনোফোরা পর্ব


সূত্র :
১. বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ।
প্রথম খণ্ড।
২.
http://en.wikipedia.org/wiki/Eumetazoa
৩. http://www.earthlife.net/inverts/ctenophora.html