|
প্রাণিজগতের ইউমেটাজোয়া
উপরাজ্যের অন্তর্গত একটি পর্ব বিশেষ। ১৯৭১ খ্রিষ্টাব্দের এই পর্বের নামকরণ করেছিলেন
গ্রেল।
এদের দেহে কোনো কলা বা অঙ্গ ছিল না। এই অর্থে ধরা হয়, এদের দৈহিক কার্যক্রম ছিল বেশ
সরল। বহুকোষী জীব হওয়ার পরও এদের জীবনযাত্রা ছিল প্রায় এককোষী জীবের মতোই।
ক্রমবিবর্তনের ধারা
টোনিয়ান অধিযুগের (১০০-৭২
কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ক্রাইয়োজেনিয়ান অধিযুগে শুরু হয়েছিল। এরই ভিতরে
চোয়ানোজোয়া
থাকের প্রাণিকুল বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছিল
চোয়ানোফ্লাগেল্লাটিয়া শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহ এবং ৬৭ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে জীবরাজ্যে আবির্ভূত হয় এ্যানিমেলিয়া।
ক্রাইয়োজেনিয়ান অধিযুগটি স্থায়ী হয়েছিল ৬৩ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এবং এডিয়াকারান অধিযুগ (৬৩.৫-৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) অবধি বিদ্যমান ছিল। সেই তুষারাবৃত শীতল পৃথিবীর সমুদ্রে জীবজগতে পরিবর্তনের নতুন ধারার সূচনা হয়। অস্তিত্ব রক্ষার জন্য এক কোষী জীবজগতে বহুকোষী জীবের আবির্ভাব ঘটেছিল। এদের ভিতরে একটি শ্রেণি বহুকোষের সমন্বয়ে আবির্ভূত হলেও এদের দেহে কলাতন্ত্রের বিকাশ ঘটেনি। এই সূত্রে সৃষ্টি হয়েছিল দুটি উপরাজ্যের প্রাণিকুল। এই উপরাজ্য দুটি হলো- প্যারাজোয়া এবং ইউমেটাজোয়া।
৬০.৫২ কোটি থেকে ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ইউমেটাজোয়া উপরাজ্য ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ টি হলো-প্যারাহোক্সোজোয়া, ট্রাইলোবোজোয়া, ও টিনোফোরা । এদের ভিতরে
প্যারাহোক্সোজোয়া থাক ৬০.৫-৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ৩টি পর্বে বিভাজিত হয়ে গিয়েছিল। এই পর্বগুলো হলো-নিডারিয়া পর্ব, বিলাটেরিয়া থাক ও প্লাকোজোয়া পর্ব।
প্লাকোজোয়া
পর্ব:
৫৮ থেকে ৫৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই পর্বের
প্রজাতিসমূহের আবির্ভাব ঘটেছিল। এই পর্ব থেকে উদ্ভব
হয়েছিল ট্রাকোপ্লাসিডি
(Trichoplacidae)
গোত্রের
বহুকোষী প্রজাতিসমূহ।
এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল
Trichoplax
গণ। এরা বহুকোষী হলেও দৈহিক আকারে এরা ছিল বেশ ক্ষুদ্র।
এদের একমাত্র প্রজাতি হিসেবে
পাওয়া Trichoplax adhaerens।
এদের দেহের সুনির্দিষ্ট আকার ছিল না। ফলে এদের দৈহিক পরিবর্তন হতো এ্যামিবার মতো।
সূত্র :