|
প্রোটোস্টোমিয়া
Protostomia
প্রাণিজগতের
নেফ্রোজোয়া
নামক থাকের অন্তর্গত
একটি বিশেষ থাক। বিজ্ঞানী Grobben ১৯০৮ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন।
গ্রিক
πρωτο- proto
(প্রথম বা আদি) এবং στόμα- stoma (মুখ)। অধিকাংশ প্রটোস্টোমিয়া থাকের প্রজাতির দেহে
খাদ্যগ্রহণের জন্য প্রথম মুখের সৃষ্টি হয়েছিল। পরে বরজ পদার্থ নিস্ক্রমণের জন্য পায়ু
পথের উদ্ভব হয়েছিল।
ক্রমবিবর্তনের ধারা
৫৬ থেকে ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
বিলাটেরিয়া থাক থেকে দুটি পর্ব এবং একটি
থাকভুক্ত প্রাণিকুলের উদ্ভব হয়েছিল। এগুলো হলো-
এদের ভিতরে প্রোটোস্টোমিয়া থাকটি ৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আবির্ভূত হয়েছিল। ৫৪.১-৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে এই থাক ২টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো- স্পাইরালিয়া ও এক্ডাইসোজোয়া।
সূত্র :