এক্‌ডাইসোজোয়া
Ecdysozoa

প্রাণিজগতের  প্রোটোস্টোমিয়া নামক থাকের অন্তর্গত একটি বিশেষ থাক। বিজ্ঞানী অগুইনাল্ডো ১৯৯৭ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন। মূলত এই থাকের প্রজাতিগুলো থেকে আর্‌থ্রোপোডা পর্বের প্রাণিকূলের বিকাশ ঘটেছিল।

ক্রমবিবর্তনের ধারা
৫৬ থেকে ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
বিলাটেরিয়া
থাক থেকে দুটি পর্ব এবং একটি থাকভুক্ত প্রাণিকুলের উদ্ভব হয়েছিল। এগুলো হলো-

এক্‌ডাইসোজোয়া থাকের  আবির্ভাব কাল- ৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।  ৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাক থেকে উদ্ভব হয়েছিল সাইক্লোনিউরালিয়া থাক। এই থাক থেকে উদ্ভব হয়েছিল  স্ক্যালিডোফোরা থাক, প্যানার্থ্রোপোডা থাক ও  ্যালিয়োস্কোলেসিডা শ্রেণির আদিম প্রজাতিসমূহ।


সূত্র :