প্রিয়াপুলিডা
Priapulida
প্রাণিজগতের
প্রোটোস্টোমিয়া
নামক থাকের অন্তর্গত
একটি পর্ব
বিশেষ। বিজ্ঞানী
Thée
১৯০৬
খ্রিষ্টাব্দে এই পর্বের
নামকরণ করেছিলেন। এদের আকার অনেকটা পুরুষাঙ্গের মতো। এই
কারণে একে অনেক সময় শিশ্ন পোকা (penis worms)
নামে অভিহিত
করা হয়। এই পর্বের সকল প্রজাতিই সামুদ্রিক।
ক্রমবিবর্তনের ধারা
৫৪.১-৫৩
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে
এক্ডাইসোজোয়া থাক
থেকে এই
থাকের উদ্ভব
হয়েছিল।
পরে ৫৪.১-৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
এই থাকে দুটি পর্বের উদ্ভব হয়েছিল। পর্ব দুটি হলো-
কিনোরাইন্চা ও
প্রিয়াপুলিডা।
প্রিয়াপুলিডা পর্বের
আদিম প্রজাতিসমূহের ৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দে
আবির্ভূত হয়েছিল। এরপর
৩১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই পর্বটি ৪টি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
শ্রেণিগুলো হলো- প্রিয়াপুলিমোর্ফা, হালিক্রাইপ্টোমোর্ফা, সেটিকোরোনারিয়া ও
আর্কিয়োপরিয়াপুলিডা।
-
হালিক্রাইপ্টোমোর্ফা
শ্রেণি: আবির্ভাবকাল
৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ
-
হালিক্রাইপ্টোমোর্ফিডা
বর্গ: আবির্ভাবকাল
৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ
-
হালিক্রাইপ্টিডি
গোত্র: আবির্ভাবকাল
৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ
- Halicryptus
von Siebold, 1849
গণ
- Halicryptus higginsi
- Halicryptus spinulosus
-
সেটিকোরোনারিয়া:
আবির্ভাবকাল
৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ
-
সেটিকোরোনারিডা বর্গ:
আবির্ভাবকাল
৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ
-
মেক্কাবেইডি
গোত্র: আবির্ভাবকাল
৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ
- Maccabeus
Por, 1973
গণ
- Maccabeus
tentaculatus Por, 1973
- Maccabeus
cirratus Malakhov, 1979
-
আর্কিয়োপরিয়াপুলিডা
শ্রেণির : আবির্ভাবকাল
৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ক্যাম্ব্রিয়ান অধিযুগে এই
শ্রেণির প্রজাতিসমূহ বিলুপ্ত হয়ে গিয়েছিল।
-
প্রিয়াপুলিমোর্ফা শ্রেণি:
আবির্ভাবকাল ৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
প্রিয়াপুলিমোর্ফিডা বর্গ:
আবির্ভাবকাল ৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
প্রিয়াপুলিডি
গোত্র: আবির্ভাবকাল ৩৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
Priapulus Lamarck 1816
গণ
-
Priapulites Schram, 1973
গণ
-
Priapulites
konecniorum Schram, 1973
-
Priapulopsis Koren & Danielssen, 1875
গণ
-
টুবিলুকিডি
গোত্র: আবির্ভাবকাল ৩৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
Meiopriapulus
গণ
-
Tubiluchus
গণ
-
Paratubiluchus
গণ
সূত্র :