প্রিয়াপুলিডা
Priapulida

প্রাণিজগতের প্রোটোস্টোমিয়া নামক থাকের অন্তর্গত একটি পর্ব বিশেষ। বিজ্ঞানী Thée ১৯০৬ খ্রিষ্টাব্দে এই পর্বের নামকরণ করেছিলেন। এদের আকার অনেকটা পুরুষাঙ্গের মতো। এই কারণে একে অনেক সময় শিশ্ন পোকা (penis worms) নামে অভিহিত করা হয়। এই পর্বের সকল প্রজাতিই সামুদ্রিক।

ক্রমবিবর্তনের ধারা
৫৪.১-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে এক্‌ডাইসোজোয়া থাক থেকে এই থাকের উদ্ভব য়েছিল। পরে ৫৪.১-৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) এই থাকে দুটি পর্বের উদ্ভব হয়েছিল। পর্ব দুটি হলো- কিনোরাইন্‌চা ও প্রিয়াপুলিডা।

প্রিয়াপুলিডা পর্বের আদিম প্রজাতিসমূহের ৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ আবির্ভূত হয়েছিল। এরপর ৩১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই পর্বটি ৪টি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই শ্রেণিগুলো হলো- প্রিয়াপুলিমোর্ফা, হালিক্রাইপ্টোমোর্ফা, সেটিকোরোনারিয়া ও আর্কিয়োপরিয়াপুলিডা।


সূত্র :