চিটোগ্নাথা
Chaetognatha

প্রাণিজগতের  প্রোটোস্টোমিয়া নামক থাকের অন্তর্গত একটি পর্ব বিশেষ। এদের সাধারণভাবে তীর পোকা (Arrow worms) বলা হয়। কারণ এদের দেহের আকার অনেকটাই তীরের মতো দেখায়। এদের সকল প্রজাতিই সামুদ্রিক। সাধারণত শৈবাল বা পাথরের গানে এরা লেগে থাকে। সমুদ্রে ভাসমান প্লাঙ্কটনে শৈবালের সাথে যুক্ত থেকে। মূলত প্লাঙ্কটনের অন্যতম জৈবিক উপাদান হিসেবে এই পর্বের প্রজাতিগুলোকে পাওয়া যায়।

ক্রমবিবর্তনের ধারা

৫৪.১ থেকে ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে চিটোগ্নাথা পর্বের আদিম প্রজাতিসমূহ থেকে উদ্ভব হয় সাগিট্টোইডিয়া (Sagittoidea) শ্রেণির। এরপর এই শ্রেণিটি দুটি বর্গে বিভাজিত হয়ে যায়। এই বর্গ দুটি হলো- এ্যাফ্রাগ্মোফোরা ও ফ্যারাগ্মোফোরা।

 


সূত্র :