চিটোগ্নাথা
Chaetognatha
প্রাণিজগতের
প্রোটোস্টোমিয়া
নামক থাকের অন্তর্গত
একটি পর্ব
বিশেষ। এদের সাধারণভাবে তীর পোকা
(Arrow
worms) বলা
হয়। কারণ এদের দেহের আকার অনেকটাই তীরের মতো দেখায়।
এদের সকল প্রজাতিই সামুদ্রিক। সাধারণত শৈবাল বা পাথরের গানে এরা লেগে থাকে। সমুদ্রে
ভাসমান প্লাঙ্কটনে
শৈবালের সাথে যুক্ত থেকে। মূলত
প্লাঙ্কটনের
অন্যতম জৈবিক উপাদান হিসেবে এই পর্বের প্রজাতিগুলোকে পাওয়া যায়।
ক্রমবিবর্তনের ধারা
-
প্রোয়ার্টিকুলাটা
পর্ব: আবির্ভাবকাল ৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
বিলুপ্ত কাল ৫৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
নেফ্রোজোয়া থাক:
আবির্ভাবকাল ৫৫.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ক্রমবিবর্তনের
ধারায় এদের দেহে সিলোম ও স্নায়ুরজ্জুর আবির্ভাব ঘটেছিল।
ক্যাম্ব্রিয়ান অধিযুগের
শুরু দিকে (৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দ), নেফ্রোজোয়া থাকটি দুটি ভাগে
বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-
-
প্রোটোস্টোমিয়া
থাক।
৫৪.১ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের কিছু পূর্বে এই থাকের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল।
এই থাক থেকে উদ্ভব হয়েছিল এনেলিডা ও মোলাস্কা, আর্থ্রোপোডা, নেমাটোডা পর্বের
প্রাণী।
৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে এই থাক ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
ভাগগুলো হলো-
স্পাইরালিয়া,
এক্ডাইসোজোয়া।
-
স্পাইরালিয়া থাক: আবির্ভাব কাল- ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিক।
এই থাকে উদ্ভব হয়েছিল এনেলিডা, প্লাটিথেলমিনথিস ও মোলাস্কা।
নেমাটোডা
- স্পারালিয়া থাক ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে দুই ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি
হলো-
থাক: আবির্ভাব কাল- ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিক।
পরে
ন্যাথিফেরা থাকের আদিম প্রজাতিসমূহ
৪টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-
ন্যাথোস্টোমুলিডা
পর্ব,
মাইক্রোগ্ন্যাথোজোয়া,
রোটিফেরা
ও
চিটোগ্নাথা
।
৫৪.১
থেকে ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে চিটোগ্নাথা পর্বের
আদিম প্রজাতিসমূহ থেকে উদ্ভব হয় সাগিট্টোইডিয়া
(Sagittoidea)
শ্রেণির। এরপর এই শ্রেণিটি দুটি
বর্গে বিভাজিত হয়ে যায়। এই বর্গ দুটি হলো- এ্যাফ্রাগ্মোফোরা ও ফ্যারাগ্মোফোরা।
-
এ্যাফ্রাগ্মোফোরা বর্গ:
৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
দিকে এই বর্গের আদিম প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। পরে এই আদিম প্রজাতিগুলো ৫টি
গোত্রে বিভাজিত হয়ে গিয়েছিল। এই গোত্রগুলো হলো-
-
Bathybelidae Bieri, 1989
-
Krohnittidae Tokioka, 1965
-
Pterokrohniidae Bieri, 1991
-
Pterosagittidae Tokioka, 1965
- Sagittidae
Claus & Grobben, 1905
-
ফ্যারাগ্মোফোর বর্গ:
৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
দিকে এই বর্গের আদিম প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। পরে এই আদিম প্রজাতিগুলো ৪টি
গোত্রে বিভাজিত হয়ে গিয়েছিল। এই গোত্রগুলো হলো-
- Eukrohniidae
Tokioka, 1965
-
Heterokrohniidae Casanova, 1985
-
Krohnittellidae Bieri, 1989
- Spadellidae
Tokioka, 1965
সূত্র :