ক্যাম্ব্রিয়ান অধিযুগ
(Cambrian period)
৫৪.১-৪৮.৫৪ কোটি  খ্রিষ্টপূর্বাব্দ

ক্যাম্রিয়ান মহাকালের অনতর্গত ফ্যানেরোজোয়িক কালের- তিনটি যুগের প্রথম যুগ হলো প্যালোজোয়িক। আর প্যালোজোয়িক যুগের  প্রথম অধিযুগ হলো ক্যাম্ব্রিয়ান। ৫৪ কোটি ১০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয়েছিল। আর শেষ হয়েছিল ৪৮ কোটি ৫৪ লক্ষ বৎসর আগে। ক্যাম্ব্রিয়ান মহাকালের নামেই এই অধিযুগের নামকরণ করা হয়েছে। ১৮৩৫ সালে ইংরেজ ভূতত্ত্ববিদ এ্যাডাম সেজউয়িক (Adam Sedgwick) এর নামকরণ করেন। 

সাধারণভাবে ক্যাম্ব্রিয়ান তিনটি ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো হলো-

ক্যাম্ব্রিয়ান অধিযুগের শুরুতে পৃথিবীর মহাদেশ যেমন ছিল

ভূতাত্ত্বিক বিবর্তন:
পূর্ববর্তী প্রিক্যাম্ব্রিয়ান মহাকালের
অন্তর্গত নেওপ্রোটারোজোয়িক যুগের তৃতীয় এবং শেষ এডিয়াকারান অধিযুগ অধিযুগের ৬০ কোটি  খ্রিষ্টপূর্বাব্দ প্যান্নোশিয়া (Pannotia) মহাদেশ তৈরি হয়েছিল। প্যান্নোশিয়া খুব বেশিদিন স্থায়ী ছিল না। ৫৫ কোটি ৪০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই মহা-মহাদেশের বিশালাকার ভূ-অংশগুলো বিচ্ছিন্ন হতে শুরু করে।  অন্যদিকে প্রায় ৫৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে কিছু ক্ষুদ্র মহাদেশ যুক্ত হয়ে গোণ্ড্‌ওয়ানা মহা-মহাদেশটির তৈরি প্রক্রিয়া শুরু হয়েছিল। ক্রমে ক্রমে এই মহাদেশটি দুটি বড় খণ্ডে পরিণত হয়। এই ভাগ দুটিকে চিহ্নিত করা হয় পূর্ব গোণ্ড্‌ওয়ানা এবং পশ্চিম গোণ্ড্‌ওয়ানা নামে।

জীবজগতের ক্রমবিবর্তনের ধারা

টিনোফোরা পর্বের: কোম্বজেলি

উদ্ভিদজগৎ
এই অধিযুগের জীবজগৎ ছিল সামুদ্রিক। তখন স্থল ও আকাশে কোনো প্রজাতি ছিল না।

উদ্ভিদরাজ্যের প্রজাতিগুলো ছিল আণুবীক্ষিক। এই অধিযুগের শুরুতে নানা ধরনের আনুবীক্ষিক উদ্ভিদ সাগরজলের বিশাল অংশ জুড়ে মাদুরের মতো বিছিয়ে থাকতো। এসব মৃত উদ্ভিদের দেহাবশেষ সাগরতলে জমা হয়ে, বিশেষ স্তর তৈরি করেছিল। কিন্তু এই অধিযুগের শেষের দিকে সাগরের জলজ প্রজাতিসমূহ উদ্ভিদের আধিপত্য ধ্বংস করে দিয়েছিল। বিশেষ করে সাগরের উপরে ভাসমান উদ্ভিদের মাদুর তছনছ হয়ে গিয়েছিল। জীবকূলের চলাচল এবং খাদ্য হিসেবে এসব
আণুবীক্ষিক উদ্ভিদকে গ্রহণ করার কারণে উদ্ভিদ-মাদুরের অধিকাংশ বিলুপ্ত হয়ে গিয়েছিল। এর সাথে যুক্ত হয়েছিল পৃথিবীর তাপমাত্রার হেরফের। সব মিলিয়ে আদিম উদ্ভিদের আদিম প্রজাতিসমূহের একটি বিশাল অংশ বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু একই সাথে কিছু কিছু উদ্ভিদ নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য পরিবর্তিত হয়েছিল। সেই সূত্রে উদ্ভব হয়েছিল উদ্ভিদের নতুন নতুন প্রজাতিসমূহ।

পূর্বর্তী
এডিয়াকারান অধিযুগের  ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ইউমেটাজোয়া উপরাজ্যের প্রজাতিকুল থেকে উদ্ভব হয়েছিল টিনোফোরা পর্বের প্রজাতিসমুহ। ৫৪.১ খ্রিষ্টপূর্বাব্দের দিকে টিনোফোরা  প্রজাতিসমূহ স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করেছিল। ই সময়ে এদের দেহ দ্বি-অরীয় প্রতিসম দশায় পৌঁছেছিল। এদের চলাচলের জন্য দেহের বাইরে আট সারির চিরুনির মতো অঙ্গ আছে। এদের অধিকাংশ প্রজাতি এই চলনাঙ্গের সাহায্যে সমুদ্রের জলে মুক্তভাবে ভেসে বেড়ানোর মতো দশায় পৌঁছিল। এই পর্বের কিছু প্রজাতি আবার সমুদ্রতলে হামাগুড়ি দিয়ে চলাচল করতো। প্রজননের বিচারে এরা ছিল উভলিঙ্গিক।

অন্যদিকে
৫৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ থেকে ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বিলাটেরিয়া থাক থেকে উদ্ভব হয়েছিল  নেফ্রোজোয়া থাকের প্রজাতিসমূহ। 

৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
নেফ্রোজোয়া থাক দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা এই ভাগের নাম দিয়েছেন- প্রোটোস্টোমিয়া থাক ও  এক্‌ডাইসোজোয়া থাক।