ভেটুলিকোলিয়া
ইংরেজি Vetulicolia
প্রাণিজগতের কর্ডাটা পর্বের একটি উপপর্ব।
 

ক্রমবিবর্তনের ধারা
৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের কিছু পূর্বে ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্বের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল। ৫৪ থেকে ৫৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্ব ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ ৩টি হলো-এ্যাম্বুলাক্রারিয়া থাক, স্যাক্কোহাইডিটা এবং কর্ডাটা পর্ব।

৫৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে উদ্ভব হয় কর্ডাটা পর্ব এবং ৫৩.১-৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্বটি ৩টি ভাগে বিভাজিত হয়ে যায়। এগুলো হলো-


বহির্সূত্র :
http://en.wikipedia.org/wiki/Chordata

http://www.ucmp.berkeley.edu/chordata/cephalo.html