সেফালোকর্ডাটা
Cephalochordata
 

প্রাণিজগতের কর্ডাটা পর্বের একটি উপপর্ব।
গ্রিক κεφαλή  (মাথা) + χορδή  (রজ্জু) শব্দের সমন্বয়ে এই শব্দটি তৈরি হয়েছে। ১৮৬৬ খ্রিষ্টাব্দে ইংরেজ জীববিজ্ঞানী Sir Richard Owen এই উপপর্বের নামকরণ করেছিলেন। কর্ডাটা পর্বের প্রাণীদের দেহে নডোকর্ড-যুক্ত প্রাণীর এই উপপর্বের অন্তর্ভুক্ত করেছিলেন। এই জাতীয় প্রাণীর পূর্ণাঙ্গ নডোকর্ট থাকে। আগে এই উপপর্বের প্রাণীগুলোকে প্রোটোকর্ড নামক উপপর্বে গৃহীত হয়েছিল।

 

এই উপপর্বের প্রাণীগুলো জলচর। এদের দেহ লম্বাটে এবং দেহকাঠামোটি এই নডোকর্ডের উপর প্রতিষ্ঠিত। এই নডকোর্ডের ফাঁপা অংশের ভিতরে স্নায়ুরজ্জু থাকে। এই উপপর্বের প্রাণী এখন খুব বেশি নেই। এদের দেহের কোন অংশই তেমন শক্ত নয়। সম্ভবত এই কারণে এই প্রজাতির জীবাশ্ম খুব বেশি একটা পাওয়া যায় নি। এই উপপর্বের সবচেয়ে পরিচিত প্রাণিটি Branchiostoma lanceolatum

 Branchiostoma lanceolatum

ক্রমবিবর্তনের ধারা
 

৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের কিছু পূর্বে ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্বের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল। ৫৪ থেকে ৫৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্ব ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ ৩টি হলো-এ্যাম্বুলাক্রারিয়া থাক, স্যাক্কোহাইডিটা এবং কর্ডাটা পর্ব।

৫৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে উদ্ভব হয় কর্ডাটা পর্ব এবং ৫৩.১-৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্বটি ৩টি ভাগে বিভাজিত হয়ে যায়। এগুলো হলো-

ক্যাম্ব্রিয়ান অধিযুগের (৫৪.১-৪৮.৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) মধ্যভাগে ৫২.২.থেকে ৫২.১ কোটি সেফালোকর্ডাটা উপপর্ব থেকে উদ্ভব হয়েছিল পিকাইডি গোত্র এবং লেপ্টোকর্ডি শ্রেণির প্রাণিকুল।


বহির্সূত্র :
http://en.wikipedia.org/wiki/Chordata

http://www.ucmp.berkeley.edu/chordata/cephalo.html