িি
Deuterostomia
 

প্রাণিজগতের ইউমেটাজোয়া উপরাজ্যের একটি ঊর্ধ্বপর্ব। ১৯০৮ খ্রিষ্টাব্দে অস্ট্রিয়ান জীববিজ্ঞানী Karl Grobben এই ঊর্ধপর্বের নামকরণ করেছিলেন। বহুকোষী ইউমেটাজোয়া ঊর্ধপর্বের প্রাণীকুলের মাধ্যমে প্রাণীজগতে কলাতন্ত্রযুক্ত প্রাণীর আবির্ভাব ঘটেছিল ৬৩ থেকে ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে।  

ক্রমবিবর্তনের ধারা
৫৬ থেকে ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
বিলাটেরিয়া
থাক থেকে দুটি পর্ব এবং একটি থাকভুক্ত প্রাণিকুলের উদ্ভব হয়েছিল। এগুলো হলো-


বহির্সূত্র :