ডুটারিস্টোমিয়া
Deuterostomia
প্রাণিজগতের
ইউমেটাজোয়া
উপরাজ্যের একটি ঊর্ধ্বপর্ব।
১৯০৮ খ্রিষ্টাব্দে
অস্ট্রিয়ান জীববিজ্ঞানী
Karl Grobben
এই ঊর্ধপর্বের নামকরণ করেছিলেন। বহুকোষী
ইউমেটাজোয়া
ঊর্ধপর্বের প্রাণীকুলের মাধ্যমে প্রাণীজগতে কলাতন্ত্রযুক্ত প্রাণীর আবির্ভাব ঘটেছিল
৬৩ থেকে ৫৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
ক্রমবিবর্তনের ধারা
৫৬ থেকে ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
বিলাটেরিয়া থাক থেকে দুটি পর্ব এবং একটি
থাকভুক্ত প্রাণিকুলের উদ্ভব হয়েছিল। এগুলো হলো-
-
প্রোয়ার্টিকুলাটা
পর্ব: আবির্ভাবকাল ৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
বিলুপ্ত কাল ৫৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
- জেনাকোয়েলোমোর্ফা পর্ব:
আবির্ভাবকাল ৫৫.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। বিলুপ্ত কাল ৫৫.৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দ
-
নেফ্রোজোয়া থাক:
আবির্ভাবকাল ৫৫.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ক্রমবিবর্তনের
ধারায় এদের দেহে সিলোম ও স্নায়ুরজ্জুর আবির্ভাব ঘটেছিল।
ক্যাম্ব্রিয়ান অধিযুগের
শুরু দিকে (৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দ), নেফ্রোজোয়া থাকটি দুটি ভাগে
বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-
প্রোটোস্টোমিয়া
ও
ডুটারিস্টোমিয়া।
৫৪ থেকে ৫৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ডুটারিস্টোমিয়া
ঊর্ধবপর্ব ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ ৩টি হলো-এ্যাম্বুলাক্রারিয়া থাক,
স্যাক্কোহাইডিটা এবং
কর্ডাটা
পর্ব।
- এ্যাম্বুলাক্রারিয়া থাক:
৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই থাকের উদ্ভব
হয়েছিল। ৫৪ থেকে
৪৮.৫৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি তিনটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
ভাগগুলো হলো-একাইনোডার্মাটা পর্ব, হেমিকর্ডাটা পর্ব এবং ক্যাম্ব্রোয়ের্নিডা
থাক।
-
একাইনোডার্মাটা পর্ব: ৫৪ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এ পর্বের
প্রাণিকুলের উদ্ভব হয়েছিল।
- হেমিকর্ডাটা
পর্ব: ৫০.৯-৪৯৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই পর্বের প্রজাতিসমূহের
আবির্ভাব ঘটেছিল।
-
ক্যাম্ব্রোয়ের্নিডা থাক: ৪৮.৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে
এই থাকের প্রজাতিসমূহের আবির্ভাব ঘটেছিল।
- স্যাক্কোহাইডিটা
থাক: ৫৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে এই থাকের উদ্ভব হয়েছিল।
-
কর্ডাটা
পর্ব:
৫৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে উদ্ভব হয়
কর্ডাটা
পর্ব এবং ৫৩.১-৫০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্বটি ৩টি ভাগে বিভাজিত হয়ে যায়। এগুলো হলো-
-
সেফালোকর্ডাটা:
আবির্ভাব কাল-
৫৩.১.থেকে ৫২.১ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ।
-
ওল্ফ্যাক্টোরেস:
আবির্ভাব
কাল- ৫৩.১ থেকে ৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
ভেটুলিকোলিয়া:
আবির্ভাব কাল-
এর সময়সীমা ৫২.১-৫০.৯ খ্রিষ্টপূর্বাব্দ।
-
বহির্সূত্র :