|
ক্রমবিবর্তনের ধারা
ক্যাম্ব্রিয়ান অধিযুগের
৫৪
কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
প্রাণিজগতের
ট্যাক্টোপোডা থাক
থেকে আর্থ্রোপোডা পর্বের
প্রাণীর আবির্ভাব হয়েছিল। এই পর্ব থেকে ৫২.১ খ্রিষ্টপূর্বাব্দের দিকে আবির্ভুত হয়েছিল ট্রাইলোবিটোমোর্ফা
উপপর্বের
ট্রাইলোবাইটা
শ্রেণির প্রজাতিসমূহ।
এখন পর্যন্ত ট্রাইলোবিটোমোর্ফা উপপর্বের একমাত্র
শ্রেণি হিসেবে ট্রাইলোবাইটা-কে
মান্য করা হয়। এই শ্রেণিটির ২৫.১৯ কোটি খ্রিষ্টপূরাব্দের ভিতরে বিলুপ্ত হয়ে
গেছে।
সূত্র:
https://en.wikipedia.org/wiki/Trilobite