ট্রাইলোবাইট
Trilobite
প্রাণিজগতের
আর্থ্রোপোডা
পর্বের একটি শ্রেণি।

প্রাচীন গ্রিক ভাষার
τρία
শব্দের অর্থ ছিল তিন (tria) এবং λοβός শব্দের অর্থ ছিল ফোলা (lobós)। জার্মান ভাষায় এই শব্দ থেকে সৃষ্টি হয়েছিল Trilobiten শব্দ। প্রখ্যাত জার্মান ভাষাতত্ত্ববিদ ও ভূতত্ত্ববিদ ইয়োহান এরনস্ট ইমানুয়েল ভালখ, ১৭৭১ খ্রিষ্টাব্দে Trilobite শব্দটি জার্মান ভাষায় প্রথম ব্যবহার করেন। ঊনবিংশ শতাব্দীর সূচনাপর্ব থেকে বিজ্ঞানীমহলে এদের পরিচয় হিসেবে এই নামটিই সাধারণভাবে গৃহীত হয়। ইংরেজি ভাষায় এই শব্দটি গৃহীত হয়েছে Trilobite। বাংলাতে এই শব্দটি গৃহীত হয়েছে 'ট্রাইলোবাইট'  হিসেবে।

প্রজাতিভেদের এরা মৃতজীবী বা শিকারী ছিল। এদের খাদ্য তালিকায় ছিল ছোটো ছোটো প্রাণ ও জলজ উদ্ভিদ।

আদিকালের ট্রাইলোবাইটদের দেহের বহিরাবরণ বা খোলস তৈরি হয়েছিল ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে। ক্রমবিবর্তনের ধারায় এদের খোলস শক্ত হয়ে বহিঃকঙ্কালে পরিণত হয়েছিল। ফলে এদের প্রচুর জীবাশ্ম পাওয়া সম্ভব হয়েছে। এখন পর্যন্ত এদের প্রায় ১৭০০০ প্রজাতি। প্রাপ্ত জীবাশ্ম অনুসারে এই উপপর্বের প্রজাতিসমূহকে
৯টি বর্গ, ১৫০টি গোত্র এবং প্রায় ৫০০০-এর অধিক গণে ভাগ করা হয়েছে।

ক্রমবিবর্তনের ধারা
প্রায় ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ক্যাম্ব্রিয়ান অধিযুগ ট্যাক্টোপোডা থাক আর্থ্রোপোডা পর্বের আদিম এই শ্রেণির প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল। এই পর্বের প্রজাতিসমূহ পরবর্তী ৫৪ থেকে ৪১.৯২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বিভাজিত হয়ে গিয়েছিল। এই সূত্রে যে সকল থাক ও উপপর্বের উদ্ভব হয়, সেগুলো হলো-


সূত্র: