প্যান্থার্থ্রোপোডা
Panarthropoda

প্রাণিজগতের  প্রোটোস্টোমিয়া নামক থাকের অন্তর্গত একটি বিশেষ থাক। বিজ্ঞানী নিয়েলসেন ১৯৯৫ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন। এই থাক থেকে আর্‌থ্রোপোডা পর্বের আদি প্রজাতিকূলের বিকাশ ঘটেছিল।

ক্রমবিবর্তনের ধারা
এক্‌ডাইসোজোয়া থা
ক থেকে  ৫৪.১-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সাইক্লোনিউরালিয়া থাকের উদ্ভব হয়েছিল। এবং ৫৪-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে  সাইক্লোনিউরালিয়া থাক থেকে এই থাকটির উদ্ভব হয়েছিল বিভাজিত হয়ে যায়।

প্যান্থার্থ্রোপোডা থাকের আদিম প্রজাতিগুলোর ভূমিতে চলার উপযোগী পায়ের উদ্ভব হয়েছিল। এই সূত্রে ভূমিতে হেঁটে চলাচলের উপযোগী প্রজাতিসমূহের বিকাশ ঘটেছিল। ৫৪-৫০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি তিনটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-


সূত্র :