ওনিকোফোরা
Onychophora

প্রাণিজগতের  এক্‌ডাইসোজোয়া নামক থাকের অন্তর্গত একটি পর্ব বিশেষ। বিজ্ঞানী নিয়েলসেন ১ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন Grubeসাধারণভাবে এই পর্বের প্রজাতিসমূহকে 'মখমল পোকা'

ক্রমবিবর্তনের ধারা
এক্‌ডাইসোজোয়া থা
ক থেকে  ৫৪.১-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সাইক্লোনিউরালিয়া থাকের উদ্ভব হয়েছিল। এবং ৫৪-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে  সাইক্লোনিউরালিয়া থাক থেকে এই থাকটির উদ্ভব হয়েছিল বিভাজিত হয়ে যায়।

প্যানার্থ্রোপোডা থাকের আদিম প্রজাতিগুলোর ভূমিতে চলার উপযোগী পায়ের উদ্ভব হয়েছিল। এই সূত্রে ভূমিতে হেঁটে চলাচলের উপযোগী প্রজাতিসমূহের বিকাশ ঘটেছিল। ৫৪-৫৩ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি তিনটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-ট্যাক্টোপোডা  থাক, ওনিকোফোরা পর্ব এবং লোবোপোডিয়া পর্ব

ওনিকোফোরা পর্বের আদি প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল ৫৪-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। ৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্ব থেকে উদ্ভব হয়েছিল উডেয়োনাইকোফোরা (Udeonychophora) শ্রেণির আদিম প্রজাতিসমূহ। ৫৩ থেকে ৩৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই শ্রেণি দুটি বর্গে বিভাজিত হয়ে গিয়েছিল। নিচে এই বর্গ দুটির শ্রেণিবিন্যাস দেখানো হলো-


সূত্র :

https://en.wikipedia.org/wiki/Onychophora