প্লাটিট্রোকোজোয়া Platytrochozoa প্রাণিজগতেরস্পাইরালিয়া
নামক থাকের অন্তর্গত
একটি বিশেষ থাক। বিজ্ঞানী স্ট্রাক ২০১৪ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন।
ক্রমবিবর্তনের ধারা
নেফ্রোজোয়া থাক:আবির্ভাবকাল ৫৫.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ক্রমবিবর্তনের
ধারায় এদের দেহে সিলোম ও স্নায়ুরজ্জুর আবির্ভাব ঘটেছিল। ক্যাম্ব্রিয়ান অধিযুগের
শুরু দিকে (৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দ), নেফ্রোজোয়া থাকটি দুটি ভাগে
বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-
প্রোটোস্টোমিয়াথাক:৫৪.১ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের কিছু পূর্বে এই থাকের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল।
এই থাক থেকে উদ্ভব হয়েছিল এনেলিডা ও মোলাস্কা, আর্থ্রোপোডা, নেমাটোডা পর্বের
প্রাণী।
৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে এই থাক ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
ভাগগুলো হলো-
স্পাইরালিয়া
থাক,
এক্ডাইসোজোয়াঊর্ধ্বপর্ব
ও
চিটোগ্নাথা
পর্ব।
স্পাইরালিয়া থাক: আবির্ভাব কাল- ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিক।
স্পারালিয়া থাক ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে দুই ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি
হলো- প্লাটিট্রোকোজোয়া
ও ন্যাথিফেরা।
প্লাটিট্রোকোজোয়া
থাক: আবির্ভাব কাল- ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিক। ৫৪.১
-৫৩.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল।
এই ভাগ দুটি হলো- রুফোজোয়া, মেসোজোয়া ও
লোফোট্রোকোজোয়া।
রুফোজোয়া: আবির্ভাব কাল- ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিক।
লোফোট্রোকোজোয়া:
আবির্ভাবকাল- ৫৩.৮
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
মেসোজোয়া: আবির্ভাব কাল- ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিক।
ন্যাথিফেরা: আবির্ভাব কাল- ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিক।