ইউরোকর্ডাটা
Urochordata
কর্ডাটা
পর্বের একটি উপপর্ব।
এর অপর নাম টুনিকেট (Tunicate
)।
১৮১৬ খ্রিষ্টাব্দে এই নাম দিয়েছিলেন ল্যামার্ক।
এদের দেহের উপরিভাগে থাকে টিউনিক নামক এক প্রকার আবরণ থাকে। এই কারণে এর নামকরণ করা
হয়েছে টুনিকেট।
এই উপপর্বের অধিকাংশ প্রাণী সাগরে বসবাস করে। এদের দেহের উপরিভাগে থাকে
টিউনিক নামক এক প্রকার আবরণ। এদের পিঠের দিকে রয়েছে ফাঁপা স্নায়ু রজ্জু এবং লেজের
দিকে আছে নটোকর্ড।
ক্রমবিবর্তনের ধারা
৫২.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দে প্রাণিজগতের
ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্ব থেকে উদ্ভব হয়েছিল
কর্ডাটা পর্বের প্রাণিকুল।
৫২.১-৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
কর্ডাটা পর্ব
বিভাজিত হয়ে গিয়েছিল। এই বিভাজানের সূত্রে আবির্ভাব ঘটেছিল কয়েকটি উপপর্বের
প্রাণিকুল। এগুলো হলো-
-
সেফালোকর্ডাটা
উপপর্ব:
আবির্ভাব কাল-
৫২.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
ভেটুলিকোলিয়া
উপপর্ব:
আবির্ভাব কাল-
৫২.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
-
ওল্ফ্যাক্টোরেস
থাক:
আবির্ভাব কাল- ৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
৫২ থেকে ৩৫.৮৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
ওল্ফ্যাক্টোরেস
থাক বিভাজিত হয়ে যায়। এই থাক থেকে যে সকল প্রাণিকুলের উদ্ভব হয়েছিল,
তা হলো-
-
ঝংঝিনিসকাস গণ:
আবির্ভাব কাল
৫২
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
ভার্টিব্রাটা উপপর্বের:
আবির্ভাব কাল ৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
ইউরোকর্ডাটা
(টুনিকেট): আবির্ভাব কাল ৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
এই উপপর্বকে অনেক সময় টুনিকেট নামে অভিহিত করা হয়।
এই উপপর্বের
চারটি শ্রেণি
রয়েছে। এই শ্রেণি চারটি হলো―Ascidiacea,
Thaliacea,
Appendicularia
ও
Sorberacea
বহির্সূত্র :
http://en.wikipedia.org/wiki/Chordata