|
এই উপপর্বের প্রাণীদের দেহে মেরুদণ্ড থাকে।
মূলত বহু সংখ্যক কুশেরিকা যুক্ত হয়ে একটি লম্বিত অবয়ব গঠিত হয়। এদের ভ্রূণীয় দশায়
নটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ডে পরিণত হয়।
ক্রমবিবর্তনের ধারা
৫৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের কিছু পূর্বে
প্রাণিজগতের
ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্বের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল।
৫৪ থেকে ৫৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ডুটারিস্টোমিয়া
ঊর্ধবপর্ব ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ ৩টি হলো-এ্যাম্বুলাক্রারিয়া থাক,
স্যাক্কোহাইডিটা এবং
কর্ডাটা
পর্ব।
৫৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে উদ্ভব হয় কর্ডাটা পর্ব এবং ৫৩.১-৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্বটি ৩টি ভাগে বিভাজিত হয়ে যায়। এগুলো হলো-
ঝংঝিনিসকাস গণ: আবির্ভাব কাল ৫৩.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ইউরোকর্ডাটা (টুনিকেট): আবির্ভাব কাল ৫২.২.থেকে ৫২.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ভার্টিব্রাটা উপপর্বের: আবির্ভাব কাল ৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ৫২ থেকে ৪১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণিকুল বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-
অগ্নাথাস ঊর্ধশ্রেণি। আবির্ভাব কাল ৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ন্যাথোস্টোমাটা অবপর্ব। আবির্ভাব কাল ৪৬.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
প্যালিওস্পোন্ডিলাস গণ: আবির্ভাব কাল ৪১.৯২-৩৫.৮৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
সাইক্লোস্টোমাটা। আবির্ভাব কাল ৪১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
বহির্সূত্র :
https://en.wikipedia.org/wiki/Vertebrate
http://www.ucmp.berkeley.edu/vertebrates/vertintro.html