ভার্টিব্রাটা (মেরুদণ্ডী)
Vertebrata

প্রাণিজগতের কর্ডাটা পর্বের একটি উপপর্ব।
১৮১২ খ্রিষ্টাব্দে ফরাসি জীববিজ্ঞানী Jean Léopold Nicolas Frédéric Cuvier  এই উপপর্বের নামকরণ করেছিলেন।

 

এই উপপর্বের প্রাণীদের দেহে মেরুদণ্ড থাকে। মূলত বহু সংখ্যক কুশেরিকা যুক্ত হয়ে একটি লম্বিত অবয়ব গঠিত হয়। এদের ভ্রূণীয় দশায় নটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ডে পরিণত হয়।
 

ক্রমবিবর্তনের ধারা
৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের কিছু পূর্বে প্রাণিজগতের ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্বের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল। ৫৪ থেকে ৫৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্ব ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ ৩টি হলো-এ্যাম্বুলাক্রারিয়া থাক, স্যাক্কোহাইডিটা এবং কর্ডাটা পর্ব।

৫৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে উদ্ভব হয় কর্ডাটা পর্ব এবং ৫৩.১-৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্বটি ৩টি ভাগে বিভাজিত হয়ে যায়। এগুলো হলো-


বহির্সূত্র :
https://en.wikipedia.org/wiki/Vertebrate

http://www.ucmp.berkeley.edu/vertebrates/vertintro.html