প্যালোজোয়িক যুগ
৫৪.১-২৫.১৯০২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
ইংরেজি : Paleozoic era
ফ্যানেরোজোয়িক কালের প্রথম যুগ।

 গ্রিক palaios (παλαιός), প্রাচীন এবং zoe (ζωή), জীবন; এই দুটি শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে Paleozoic (প্রাচীন জীবন)। ৫৪কোটি ১০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয়েছিল। শেষ হয়েছিল ২৫ কোটি ১৯ লক্ষ ২ শত খ্রিষ্টপূর্বাব্দে। এই যুগেকে মোট ৬টি অধিযুগে ভাগে ভাগ করা হয়। ভাগগুলো হলো

১. ক্যাম্ব্রিয়ান অধিযুগ:  ৫৪.১-৪৮.৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
২.
ওর্ডোভিসিয়ান অধিযুগ: ৪৮.৫৪-৪৪.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
৩.
সিলুরিয়ান অধিযুগ: ৪৪.৩-৪১.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
৪.
ডেভোনিয়ান অধিযুগ: ৪১.৬-৩৫.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
৫.
কার্বোনিফেরাস অধিযুগ:
৩৯.৯-২৯.৯ কোটি  খ্রিষ্টপূর্বাব্দ
৬.
পার্মিয়ান অধিযুগ:  ২৯.৯-২৫.১৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ্দ


সূত্র :
http://essayweb.net/geology/timeline/mesoproterozoic.shtml
http://en.wikipedia.org/wiki/Neoproterozoic