ডেভোনিয়ান অধিযুগ
(Devonian period)
৪১.৯২-৩৫.৮৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ

ফ্যানেরোজোয়িক কালের প্যালোজোয়িক যুগের  চতুর্থ অধিযুগ।  ৪১ কোটি ৯২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয়েছিল আর শেষ হয়েছিল ৩৫ কোটি ৮৯ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে। এই অধিযুগের প্রথম যে শিলাসমূহের পর্যবেক্ষণ করা হয়েছিল, তা পাওয়া গিয়েছিল ইংল্যান্ডের Devonshire (ডেভোনশেয়ার) কাউন্টিতে। এই কারণে এই কাউন্টির Devon অংশ থেকে এই অধিযুগের নামকরণ করা হয়েছে।

এই অধিযুগের
৪১.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে লাউরেনশিয়া, বাল্টিকা এবং এ্যাভালোনিয়া সংঘর্ষ হয় এবং এর মাধ্যমে সৃষ্টি হয়েছিল ইউরোমেরিকা মহামহাদেশ। এই সংঘর্ষের ফলে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েল্‌স্, স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহে (সুইডেন, ডেনমার্ক, নরওয়ে) ক্যালিডোনীয় গিরিজনি সৃষ্টি হয়েছিল। এছাড়া ৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দে সৃষ্ট এ্যাপ্লেচিয়ান পর্বতমালার পুনরুত্থান শুরু হয়েছিল।

পাত সঞ্চালন প্রক্রিয়ায় এই অধিযুগে ইউরেমিকা (লাউরুশিয়া) মহাদেশ এবং গোণ্ড্‌ওয়ানা মহা-মহাদেশ বিষুবরেখার কাছে খুব কাছাকাছি চলে এসেছিল।

এই অধিযুগে সাগরের জলের উচ্চতা অনেক বেশি ছিল। ফলে মহাদেশীয় উপকূলীয় অঞ্চলের বিশাল অংশ অগভীর জলাভূমিতে পরিণত হয়েছিল। সাগর জলের উষ্ণতাও ছিল বেশি। সব মিলিয়ে সাগরের প্রাণিজগতে এর বিশাল প্রভাব পড়েছিল।

এই অধিযুগের উল্লেখযোগ্য বিষয়গুলো নিচে তুলে ধরা হলো।

  • ৩৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: আদি ওল্ডেরিয়া মহা-মহাদেশ এই সময় বিভাজিত হয়ে যায়। এরপর বিচ্ছিন্ন নতুন ভূখণ্ডগুলো নতুন ভাবে সজ্জিত হতে থাকে।
     
  • ৩৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: টেট্রাপোডের ক্রমবিবর্তনের ধারায় আবির্ভাব ঘটে উভচর জাতীয় প্রাণীকুলের আদিম ব্যাঙ।
     
  • ৩৬ কোটি ৩০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ: এই সময় ডাঙাতে পতঙ্গের আবির্ভাব ঘটে। সেই সাথে মস, ফারন, সবীজ উদ্ভিদের বহুবিধ প্রজাতির আবির্ভাব হয়। এই সময় প্রচুর পরিমাণে নানা ধরনের হাঙরের আবিভার্ব ঘটে। এই সময় হাঙরই ছিল প্রধান শিকারী জলজ প্রাণী।  এই সময় সপুস্পক উদ্ভিদ স্থলভাগকে ঢেকে ফেলেছিল। এর ফলে নিবিড় বনভূমির সৃষ্টি হয়েছিল।
     
  • ৩৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: এই সময় পৃথিবীর চতুর্থ বরফযুগ হিসেবে পরিচিত কারু বরফযুগের  সূচনা ঘটে। উল্লেখ্য এই বরফযুগটি শেষ হয়েছিল ২৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দেক্ষিণ আফ্রিকার কারু (Karoo) অঞ্চলে এই বরফযুগের সুষ্পষ্ট নমুনা পাওয়া গিয়েছিল। এই কারণে এই বরফযুগকে কারু বরফযুগ বলা হয়। এই বরফযুগের প্রভাবে সাগরের প্রায় ৭৯ ভাগ প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল। আবার এই সময়ে আবির্ভাব হয় মোলাস্কা পর্বের কাঁকড়া জাতীয় প্রাণী।

সূত্র :
http://essayweb.net/geology/timeline/mesoproterozoic.shtml
http://en.wikipedia.org/wiki/Neoproterozoic