ওয়েলস্-এর পতাকা

ওয়েলস্
ইংরেজি  Wales


উত্তর
ইউরোপের অন্তর্গত যুক্তরাজ্যের অন্তর্গত একটি  রাষ্ট্র। এর রাজধানীর নাম কার্ডিফ। ভৌগোলিকভাবে ইংল্যান্ডের যুক্ত থাকলেও এক সময় পৃথক রাজ্য ছিল। খ্রিষ্টীয় ১৬শ শতাব্দীতে  ইংল্যান্ডে সাথে ওয়েল্‌স্ যুক্ত হয়েছিল। ১৭০৭ খ্রিষ্টাব্দের ১লা মে-তে, ইউনিয়ন আইনের সূত্রে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড  একীভূত করা হয়। এই সময় ইংল্যান্ডের সাথে ছিল ওয়েল্‌স। এরপর উভয় অঞ্চল একটি পার্লামেন্টের অধীনে এনে যুক্তরাজ্য গঠিত হয়। তখন থেকে এর নাম হয়  গ্রেট ব্রিটেন।  তখন থেকে রাজনৈতিকভাবে গ্রেট ব্রিটেন হয়ে উঠে- ইংল্যান্ড, ওয়েলস্, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং কাছাকাছি অবস্থিত বেশকিছু দ্বীপের সমষ্টিগত নাম।  

১৮০০ খ্রিষ্টাব্দে  রাজা তৃতীয় জর্জ-এর সময় গ্রেট ব্রিটেন এবং আয়ার‌ল্যান্ডের পার্লামেন্টে এ্যাক্ট অব ইউনিয়ন একটি বিল পাশ করে। এই বিলের সূত্রে ১৮০১ খ্রিষ্টাব্দে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড মিলে তৈরি হয় ইউনাইটেড কিংডম অব গ্রেট বৃটেন এন্ড আয়ারল্যান্ড। ১৮০১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি এই নতুন রাষ্ট্রের রাজা হন তৃতীয় জর্জ।

১৯১৬ খ্রিষ্টাব্দের ২৪শে এপ্রিল যুক্তরাজ্য থেকে আয়ারল্যাণ্ড স্বাধীনতা ঘোষণা করে। ১৯২১ খ্রিষ্টাব্দে দেশটি ফ্রি স্টেট রাষ্ট্রে পরিণত হয়। ১৯২২ খ্রিষ্টাব্দে রিপাবলিক অফ আয়ারল্যান্ড নামে নতুন রাষ্ট্রের জন্ম হয়। এই সময় আয়ারল্যান্ডের কিছু অংশ গ্রেট ব্রিটেনের সাথেই থেকে যায়।

ভৌগোলিক অবস্থান: ৫৫
°  উত্তর ৩.৬° পশ্চিম।  গ্রেট ব্রিটেন অন্তর্গত ইংল্যান্ডের পশ্চিমে অবস্থিত। এর উত্তর এবং পশ্চিম দিকে রয়েছে উত্তর সাগর এবং দক্ষিণে ব্রিস্টল চ্যানেল।

আয়তন: ২০,৭৭৯ বর্গকিমি (৮,০২৩ বর্গমাইল)।
 
জনসংখ্যা: ২০১১ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব
 ৩০,৬৩, ৪৫৬।

ভাষা: রাষ্ট্রীয় ভাষা ইংরেজি (ওয়েলিস)।
ধর্ম:
চার্চ অফ ইংল্যান্ড।
মুদ্রা: ব্রিটিশ পাউন্ড।