উত্তর ইউরোপ: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন।
পূর্ব ইউরোপ: আজারবাইজান, আর্মেনিয়া, ইউক্রেন, ইস্তোনিয়া, জর্জিয়া, তুরস্ক, বুলগেরিয়া, বেলারুশ, মলদোভা, রাশিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া।
দক্ষিণ ইউরোপ: ইতালি, গ্রিস, পর্তুগাল, ভ্যাটিকান সিটি, মাল্টা, রোমানিয়া, সাইপ্রাস, স্পেন।
পশ্চিম ইউরোপ: অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, মোনাকো, যুক্তরাজ্য (ইংল্যান্ড), লিশটেনস্টাইন, লুক্সেমবুর্গ, সুইজারল্যান্ড।
মধ্য ইউরোপ: চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া হাঙ্গেরি।
বলকান অঞ্চল (দক্ষিণ-পশ্চিম ইউরোপ): আলবেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র।
এছাড়া রয়েছে ভাষা ও সংস্কৃতির বিচারে ইউরোপের দুটি বিশেষ অঞ্চল রয়েছে। এই অঞ্চল দুটি উল্লিখিত যেকোনো ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। এই বিশেষ দুটি অঞ্চল হলো−
স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল: আদি স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের রাষ্ট্রগুলো হলো− নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক।
নর্ডীয় অঞ্চল: ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফারো দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ড, সভালবার্দ এবং অলান্দ দ্বীপপুঞ্জ।
ইউরোপ মহাদেশের রাষ্ট্রসমূহের
বর্ণানুক্রমিক তালিকা
অষ্ট্রিয়া
আইসল্যান্ড
আজারবাইজান
আয়ারল্যান্ড
আর্মেনিয়া
আলবেনিয়া
ইউক্রেন
ইতালি
এস্তোনিয়া
এ্যান্ডোরা
কাজাখস্তান
ক্রোয়েশিয়া
গ্রিস
চেক প্রজাতন্ত্র
জর্জিয়া
জার্মানি
ডেনমার্ক
তুরস্ক
নরওয়ে
নেদারল্যান্ড্স
পর্তুগাল
পোল্যান্ড
ফিনল্যান্ড
ফ্রান্স
বসনিয়া ও হার্জেগোভিনা
বুলগেরিয়া
বেলজিয়াম
বেলারুশ
ভ্যাটিকান সিটি রাষ্ট্র
মন্টিনিগ্রো
মাল্টা
মোনাকো
মোলদোভা
ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র
যুক্তরাজ্য
রাশিয়া
রোমানিয়া
লাতভিয়া
লিথুয়ানিয়া
লিশ্টেনশ্টাইন
লুক্সেমবুর্গ
সাইপ্রাস
সান মারিনো
সার্বিয়া
সুইজারল্যান্ড
সুইডেন
স্পেন
স্লোভাকিয়া
স্লোভেনিয়া
হাঙ্গেরি
সূত্রঃ