আইসল্যান্ডের পতাকা

আইসল্যান্ড
ইংরেজি  Iecland

উত্তর
ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর  নাম রেইকিয়াভিক। পার্শ্ববর্তী গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার অংশ ধরা হলেও আইসল্যান্ডকে ইউরোপের অন্তর্গত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়।

ভৌগোলিক অবস্থান:
°৪৯৫০ উত্তর ১৭°১২ পশ্চিম।

আয়তন: ১০২,৭৫৫ বর্গকিলোমিটার। দ্বীপটি পূর্ব-পশ্চিমে প্রায় ৪৮৫ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে প্রায় ৩৬০ কিলোমিটার দীর্ঘ।
 
জনসংখ্যা: ২০১৮ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ৩,৫০,৭১০।

ভাষা: আইসল্যান্ডিক।
ধর্ম: চার্চ অফ আইসল্যান্ড।
মুদ্রা: আইসল্যান্ডিক ক্রোনে।