আইসল্যান্ডের পতাকা |
আইসল্যান্ড
ইংরেজি Iecland
উত্তর
ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র।
এর রাজধানীর নাম
রেইকিয়াভিক। পার্শ্ববর্তী গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার অংশ ধরা হলেও
আইসল্যান্ডকে ইউরোপের অন্তর্গত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়।
ভৌগোলিক অবস্থান:
৬৪°৪৯′৫০″
উত্তর
১৭°৫৯′১২″
পশ্চিম।
আয়তন:
১০২,৭৫৫ বর্গকিলোমিটার। দ্বীপটি পূর্ব-পশ্চিমে প্রায় ৪৮৫ কিলোমিটার এবং
উত্তর-দক্ষিণে প্রায় ৩৬০ কিলোমিটার দীর্ঘ।
জনসংখ্যা: ২০১৮ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ৩,৫০,৭১০।
ভাষা: আইসল্যান্ডিক।
ধর্ম: চার্চ অফ আইসল্যান্ড।
মুদ্রা: আইসল্যান্ডিক ক্রোনে।