ইংল্যান্ডের পতাকা

ইংল্যান্ড
ইংরেজি  England

উত্তর
ইউরোপের অন্তর্গত যুক্তরাজ্যের অন্তর্গত একটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর নাম লণ্ডন। খ্রিষ্টীয় ৯ম শতাব্দীতে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড নামে দুটি পৃথক রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। খ্রিষ্টীয় ১৬শ শতাব্দীতে ইংল্যান্ডের সাথে ওয়েল্‌স্ যুক্ত হয়েছিল।

১৬০৩ খ্রিষ্টাব্দের ব্রিটেনের ইংল্যান্ড অংশের রাজা হয়েছিলেন স্কটিশ রাজা ষষ্ঠ জেমস। এর পর থেকে এই রাজার অধীনে ব্রিটেন শাসিত হতো। তবে দুই অঞ্চলের জন্য দুটি পার্লামেন্ট ছিল। ১৭০৭ খ্রিষ্টাব্দের ১লা মে-তে, ইউনিয়ন আইনের সূত্রে
স্কটল্যান্ড ও ইংল্যান্ড একীভূত করা হয়। এই সময় ইংল্যান্ডের সাথে ছিল ওয়েল্‌স। এই সময় উভয় অঞ্চল একটি পার্লামেন্টের অধীনে এনে যুক্তরাজ্য গঠিত হয়। তখন থেকে এর নাম হয় গ্রেট ব্রিটেন। 

ভৌগোলিক অবস্থান: ৫১
°৩০  উত্তর ° পশ্চিম।  গ্রেট ব্রিটেন তথা যুক্তরাজ্যের কেন্দ্রীয় রাষ্ট্র হিসেবে ইংল্যান্ডের উত্তরে স্কটল্যান্ড; পূর্বে উত্তর সাগর, পূর্ব-দক্ষিণে ইংলিশ চ্যানেল, পশ্চিমে সেন্ট জর্জ চ্যানেল ও ওয়েল্‌স্।

আয়তন: ১,৩০,২৭৯ বর্গকিমি (৫০,৩০১ বর্গমাইল)।
 
জনসংখ্যা: ২০১৬ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব
 ৫,৫২,৬৮, ১০০।

ভাষা: রাষ্ট্রীয় ভাষা ইংরেজি।
ধর্ম:
চার্চ অফ ইংল্যান্ড।
মুদ্রা: ব্রিটিশ পাউন্ড।