স্কটল্যান্ডের পতাকা |
স্কটল্যান্ড
ইংরেজি
scotland
উত্তর
ইউরোপের অন্তর্গত
যুক্তরাজ্যের অন্তর্গত একটি স্বাধীন রাষ্ট্র।
এর রাজধানীর নাম এডিনবার্গ।
খ্রিষ্টীয় ৯ম শতাব্দীতে
ইংল্যান্ড
এবং
স্কটল্যান্ড নামে দুটি পৃথক রাজ্য প্রতিষ্ঠিত
হয়েছিল। খ্রিষ্টীয় ১৬শ শতাব্দীতে
ইংল্যান্ডের
সাথে ওয়েল্স্ যুক্ত হয়েছিল।
১৬০৩ খ্রিষ্টাব্দের ব্রিটেনের
ইংল্যান্ডের অংশের রাজা হয়েছিলেন স্কটিশ রাজা ষষ্ঠ
জেমস। এর পর থেকে এই রাজার অধীনে ব্রিটেন শাসিত হতো। তবে দুই অঞ্চলের জন্য দুটি
পার্লামেন্ট ছিল। ১৭০৭ খ্রিষ্টাব্দের ১লা মে-তে, ইউনিয়ন আইনের সূত্রে
ইংল্যান্ড
এবং
স্কটল্যান্ড একীভূত করা হয়। এই সময় ইংল্যান্ডের সাথে ছিল
ওয়েল্স। এরপর উভয় অঞ্চল একটি পার্লামেন্টের অধীনে এনে যুক্তরাজ্য গঠিত হয়। তখন
থেকে এর নাম হয় গ্রেট ব্রিটেন। তখন থেকে রাজনৈতিকভাবে গ্রেট ব্রিটেন
হয়ে উঠে-
ইংল্যান্ড,
ওয়েলস্
এবং
স্কটল্যান্ড
এবং এর কাছাকাছি অবস্থিত বেশকিছু দ্বীপের
সমষ্টিগত নাম।
ভৌগোলিক অবস্থান:
৫৫°৫৭′১১′′
উত্তর
৩°১১′২০′′
পশ্চিম।
গ্রেট ব্রিটেন অন্তর্গত
ইংল্যান্ডের উত্তরে অবস্থিত। এর অন্য তিন দিক ঘুরে রয়েছে আটলান্টিক মহাসাগর। এর
ভূভাগের পূর্বে রয়েছে উত্তর সাগর, আর দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে উত্তর চ্যানেল ও
আইরিশ সাগর।
আয়তন: ৭৭,৯৩৩ বর্গকিমি (৩০,০৯০ বর্গমাইল)।
জনসংখ্যা: ২০১৭ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব
৫৪,২৪, ৮০০।
ভাষা: রাষ্ট্রীয় ভাষা ইংরেজি।
ধর্ম: চার্চ অফ ইংল্যান্ড।
মুদ্রা: ব্রিটিশ পাউন্ড।