পোল্যান্ডের পতাকা |
পোল্যান্ড
মধ্য
ইউরোপের
একটি
রাষ্ট্র।
রাজধানী ওয়ারশ
ভৌগোলিক অবস্থান:
৫২°
উত্তর
২০°
পূর্ব।
এর উত্তরে
বাল্টিক
সাগর ও লিথুনিয়া;
পূর্বে বেলারুশ
ও
ইউক্রেন;
দক্ষিণে
স্লোভাকিয়া ও চেক
প্রজাতন্ত্র;
এবং পশ্চিমে
জার্মানি অবস্থিত।
আয়তন:
৩১,২৬,৭৯ বর্গকিলোমিটার
(১,২০,৭২৬ বর্গমাইল)।
জনসংখ্যা: ২০১৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ৩,৮৪,২২,৩৪৬।
ভাষা:
পোলিশ।
ধর্ম: ৮৭% রোমান
ক্যাথোলিক,
অন্যান্য ১৩%।
পোল্যান্ডের
ইতিহাস
খ্রিষ্টীয়
দশম শতাব্দীতে পিয়াস্ট রাজবংশের শাসনামলে পোল্যান্ডের আত্মপ্রকাশ ঘটে। ৯৬৬
খ্রিষ্টাব্দে খ্রিষ্টীয় ব্যাপ্টিজম মতাবলম্বীরা দেশটিতে আসে এবং এদের দ্বারা
দেশটিতে খ্রিষ্টান প্রধান এলাকায় পরিণত হয়।
ষোড়শ শতকের শেষের দিকে জাগিয়েলনীয় রাজবংশের শাসামলে পোল্যান্ড ইউরোপের সবচেয়ে বৃহৎ, সমৃদ্ধ ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়। ১৩৮৫ খ্রিষ্টাব্দে পোলিশদের দ্বারা পার্শ্বর্তী লিথুনিয়াতে অঞ্চলে খ্রিষ্ট ধর্মের প্রচার ও প্রসার ঘটে। এই সময় পোলিশ-লিথুনিয়ান ইউনিয়ন গঠিত হয়। এই ইউনিয়ন প্রায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে অক্ষুণ্ণ ছিলে।
১৭৯১ খ্রিষ্টাব্দের দিকে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া, অস্ট্রিয়া ও প্রুশিয়া পোল্যান্ডকে অধিকার করে এবং নিজেদের মধ্যে পোল্যান্ড রাজ্যটি ভাগ-বাটোয়ারা করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটি আবার স্বাধীন হয়। জার্মানীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। উল্লেখ্য, ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১ সেপ্টেম্বর নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। ১৭ সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়ন অপ্রত্যাশিত আক্রমণ করে। এর পর দেশটি জার্মানি এবং রাশিয়ার মধ্যে ভাগ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর, পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন একটি কমিউনিস্ট পিপলস রিপাবলিক রাষ্ট্রে পরিণত হয়।
১৯৮০ খ্রিষ্টাব্দে কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে প্রথম স্বাধীন ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এই সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছিলেন পোলিশ নেতা লেচ ওয়ালিসা। মূলত তাঁর নেতৃত্বে পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। ১৯৮৯ খ্রিষ্টাব্দে তৃতীয় পোলিশ প্রজাতন্ত্রের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। পোল্যান্ড সমাজতান্ত্রিক রাষ্ট্র থেকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে, প্রতিষ্ঠিত হয় উদার সংসদীয় গণতন্ত্র। ১৯৯৭ খ্রিষ্টাব্দে দেশটির নতুন সংবিধান রচিত হয়। ১৯৯৯ খ্রিষ্টাব্দে ন্যাটোর সদস্য হয় দেশটি এবং ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে।