কোস্টারিকার  পতাকা

সার্বিয়া

ইংরেজি Serbia

দক্ষিণ-পশ্চিম ইউরোপের  একটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর  নাম বেলগ্রেড।

ভৌগোলিক অবস্থান: ৪৪
° উত্তর ২১° পূর্ব।  দেশটি দক্ষিণ-পশ্চিম ইউরোপের বলকান অঞ্চলের একটি স্থলবেষ্টিত দেশ। এর উত্তরে  হাঙ্গেরি; পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া; দক্ষিণে আলবেনিয়া এবং ম্যাসিডোনিয়া; পশ্চিমে মন্টিনেগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা ।
 

আয়তন: ৮৮,৩৬১ বর্গকিলোমিটার (৩৪,১১৬ বর্গমাইল)।

জনসংখ্যা:
২০১৭ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ৭০,৪০,২৭২।

ভাষা: সার্বিয়ান।
ধর্ম: খ্রিষ্টান।
মুদ্রা: সার্বিয়ান দিনার।