ক্রোয়েশিয়া পতাকা |
ক্রোয়েশিয়া
ইংরেজি Croatia
দক্ষিণ-পশ্চিম
ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র।
এর রাজধানীর নাম জাগ্রেব।
ভৌগোলিক অবস্থান:
৪৫°৪৮
উত্তর
১৬°
পূর্ব।
এর উত্তরে স্লোভেনিয়া ও হাঙ্গেরি,পূর্বে
সার্বিয়া, দক্ষিণে বসনিয়া-হার্জেগোভিনা পশ্চিমে অড্রিয়াক সাগর।
আয়তন: ৫৬,৫৯৪ বর্গকিমি (২১,৮৫১ বর্গমাইল)।
জনসংখ্যা: ২০১৬ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ৪১,৫৪,২০০।
ভাষা: রাষ্ট্রীয় ভাষা ক্রোয়েশিয়ান।
ধর্ম: রোমান ক্যাথলিক ও মুসলমান।
মুদ্রা: কুনা।
১৯৯১ খ্রিষ্টাব্দের ২৫শে জুন প্রাক্তন যুগোশ্লোভিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা ঘোষণা করে।