সুইডেনের পতাকা |
সুইডেন
ইংরেজি Sweden
উত্তর
ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র।
এর রাজধানীর নাম স্টকহোম।
ভৌগোলিক অবস্থান:
৬৩°
উত্তর
১৬°
পূর্ব।
এর উত্তর-পূর্ব দিকে ফিনল্যান্ড; দক্ষিণ পশ্চিমে
নরওয়ে। পূর্বদিক ফিনল্যান্ডের সাথে দেশটিক বিভাজিত করেছে বোথনিয়া উপসাগর ও বাল্টিক
সাগর।
আয়তন: ৪,৫০,২৯৫ বর্গকিমি (১,৭৩,৮৬০ বর্গমাইল)।
জনসংখ্যা: ২০১৬ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ১,০১,৫১, ৫৮৮।
ভাষা: রাষ্ট্রীয় ভাষা সুইডিশ।
ধর্ম: খ্রিষ্টান।
মুদ্রা: সুইডিশ ক্রোনা।
ভৌগোলিক ক্রমবিকাশ:
প্রিক্যাম্ব্রিয়ান মহাকালের গঠিত শিলামণ্ডল দিয়ে এই বাল্টিক ঢাল-ভূখণ্ড সৃষ্টি হয়েছিল।
বর্তমান
ইউরোপের
স্ক্যান্ডিনেভিয়া
অঞ্চল এই
ঢাল খণ্ডের উপর গড়ে উঠেছিল। এর ভিতরে ছিল
সুইডেন,
নরওয়ে
ও ফিনল্যান্ড।