স্ক্যান্ডিনেভিয়া
ইংরেজি: Scandinavia
সুইডেনের স্ক্যানিয়া প্রদেশের নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে স্ক্যান্ডিনেভিয়া।

উত্তর ইউরোপের একটি আঞ্চলিক নাম। এই অঞ্চলের প্রধান তিনটি দেশ হলো- নরওয়ে, সুইডেন ডেনমার্ক। এর বাইরে নর্ডিক অঞ্চলের কয়েকটি দেশকেও স্ক্যান্ডিনেভিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হয়। এই অঞ্চলগুলো হলো- ফিনল্যান্ড, আইসল্যান্ড, এ্যালান্ড দ্বীপপুঞ্জ, ফারাও দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ড (ডেনামর্কের স্বায়ত্বশাসিত দ্বীপ) এবং স্ভাল্বার্ড।